ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা একটি সুযোগও ॥ রাহুল

প্রকাশিত: ০৭:২১, ২০ এপ্রিল ২০২০

 করোনা একটি সুযোগও ॥ রাহুল

করোনাভাইরাস সঙ্কটে যখন ভারতে ৪৮৪ জনের মৃত্যু আর প্রায় দেড় হাজার মানুষ আক্রান্ত, তখন দেশটির বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন, করোনাভাইরাস একটি বিশাল চ্যালেঞ্জ। কিন্তু এটা একটি সুযোগও। দেশের বিশেষজ্ঞদের এক হয়ে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সাবেক ওই কংগ্রেসপ্রধান। শনিবার নিজের টুইটে তিনি এ কথা বলেন। আরও বলেন, সঙ্কটের এই সময়ে দেশের বিশেষজ্ঞদের বিশাল পুল ব্যবহার করে উদ্ভাবনী সমাধান করা দরকার। প্রয়োজনীয় উদ্ভাবনী সমাধানে কাজ করার জন্য আমাদের বিজ্ঞানী, প্রকৌশলী এবং ডেটা বিশেষজ্ঞদের বিশাল পুলের মাধ্যমে একত্রিত করতে হবে। এর দুইদিন আগে ৪৯ বছর বয়সী এই এমপি একটি ভিডিও এ্যাপের মাধ্যমে সংবাদমাধ্যমে বলেছিলেন, দেশব্যাপী কেবল একটি লকডাউন প্রাণঘাতী করোনাভাইরাসকে থামিয়ে দেবে। কিন্তু এটি এই ভাইরাস পরাস্ত করবে না। কোনভাবেই কোন লকডাউন ভাইরাসকে পরাস্ত করতে পারে না। এটি কেবল অল্প সময়ের জন্য ভাইরাসকে থামিয়ে দিতে সহায়তা করে। এটি পরাস্ত করার একমাত্র উপায় পরীক্ষা বৃদ্ধি করা। রাহুল আরও বলেছিলেন, বর্তমানে দেশে পরীক্ষার মাত্রা খুবই কম। আমি পরীক্ষার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করছি। - এনডিটিভি
×