ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুদানের ঘোষণায় খুশি মহসিন

প্রকাশিত: ০৯:১৪, ১৪ এপ্রিল ২০২০

অনুদানের ঘোষণায় খুশি মহসিন

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণে স্থবির পৃথিবী। স্বাভাবিক জীবনযাপন থেমে আছে। বাংলাদেশেও কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে টানা সাধারণ ছুটি চলছে। এমন পরিস্থিতিতে অনেকেই হয়ে গেছেন কর্মহীন। ক্রীড়াঙ্গনেও থেমে আছে সব ধরনের কর্মকাণ্ড। ক্রিকেটারদের ব্যস্ততা না থাকায় তারা ঘরে বসেই সময় কাটাচ্ছেন। এমন সঙ্কটময় সময়ে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দল, প্রথম শ্রেণী ও মহিলা ক্রিকেট দল, অনুর্ধ-১৯ ক্রিকেট দলের ক্রিকেটারদের জন্য এককালীন অনুদান দিয়েছে বিসিবি। এবার অসহায় হুইল চেয়ার ক্রিকেট দলের জন্য সহায়তা ঘোষণা করে বিসিবি। বাংলাদেশ দলের ২২ জন হুইলচেয়ার ক্রিকেটার পাবেন ১০ হাজার টাকা করে অনুদান। আর এতে দারুণ খুশি হুইলচেয়ার দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন। এবার আন্তর্জাতিক পর্যায়ে বেশ সফল বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলকেও অনুদান দেবে বিসিবি। এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আগের দিনই বলেন, ‘হুইলচেয়ার ক্রিকেটাররা আবেদন করেছিল অনুদান চেয়ে। সভাপতি নাজমুল হাসান পাপন অনুমোদন দিয়েছেন। তাদের প্রাথমিকভাবে ১০ হাজার টাকা করে দেয়া হচ্ছে।’ এদিকে অনুদানের অর্থ এখনও হাতে পাননি হুইলচেয়ার দলের ক্রিকেটাররা। কিন্তু অধিনায়ক মহসিন দারুণ খুশি বিসিবির এমন আন্তরিকতায়।
×