ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভারতের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি

২৪ ঘণ্টা পাশে আছি

প্রকাশিত: ০৮:৪৪, ১৩ এপ্রিল ২০২০

 ২৪ ঘণ্টা পাশে আছি

করোনা পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের বৈঠকের শুরুতেই ভয়ঙ্কর এই পরিস্থিতির মোকাবেলায় রাজ্যগুলোর পাশে থাকার বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে মুখ্যমন্ত্রীদের আশ্বস্ত করে মোদি বলেন, ‘সঙ্কটের এই মুহূর্তে ২৪ ঘণ্টা সতর্ক আছি, পাশে আছি।’ -খবর এনডিটিভি অনলাইনের। এদিনই প্রথম মাস্ক পরে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে দেখা যায় নরেন্দ্র মোদিকে। দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে লকডাউন বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। যদিও করোনা মোকাবেলায় আগেই লকডাউন বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন জানিয়েছেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। মোদি সবার মত নিয়েই সঙ্কটের এই পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন আগেই। শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে লকডাউন আরও বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে। করোনা মোকাবেলায় ইতোমধ্যেই স্বাস্থ্যখাতে কেন্দ্র ১৫ হাজার কোটি বরাদ্দ করেছে। অবশ্য এই বরাদ্দ নিয়ে একাধিক মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা মোকাবেলায় ভিডিও বৈঠকে যোগ দিয়েছেন মমতা ব্যানার্জী, যোগী আদিত্যনাথ, পিনরাই বিজয়ন, উদ্ধব ঠাকরেসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। দেশটির বর্তমান করোনা পরিস্থিতির কথা বিচার করে ইতোমধ্যেই লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ওড়িশা ও পঞ্জাব। একই পথে হাঁটতে পারে রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গনার মতো রাজ্যগুলোও। এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে আলোচনার শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের জন্য সর্বক্ষণ কাজ করতে প্রস্তুত।’
×