ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে নিরাপত্তা পরিষদের প্রথম বৈঠক আজ

প্রকাশিত: ০৮:৪৩, ৯ এপ্রিল ২০২০

করোনা নিয়ে নিরাপত্তা পরিষদের প্রথম বৈঠক আজ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে আজ প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসতে যাচ্ছে। বৈঠকে বসা নিয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে কয়েক সপ্তাহ ধরে বাগ্বিতণ্ডা চলে। অবশেষে বৈঠকে বসার বিষয়ে সিদ্ধান্ত হয়। কূটনীতিকরা সোমবার এ কথা জানান। খবর এএফপির। নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেন, বৃহস্পতিবার নিশ্চিতভাবেই বৈঠকটি হচ্ছে। স্থানীয় সময় বেলা তিনটায় রুদ্ধদ্বার কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকটি ঠিক কী ধরনের হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এদিকে নিউইয়র্ক ভিত্তিক নিরাপত্তা পরিষদ গত ১২ মার্চ থেকে টেলিওয়ার্কিং চালিয়ে আসছে। কারণ, যুক্তরাষ্ট্রে করোনার মূল কেন্দ্র এখন এই নিউইয়র্ক। বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়ে গেছে। এর অধিকাংশই ইউরোপে মারা গেছে। মঙ্গলবার এএফপির উপাত্ত থেকে এ কথা জানা গেছে। সূত্র মতে, বিশ্বজুড়ে মারা গেছে ৭৫,৫৩৮ জন। এর মধ্যে ইউরোপে মারা গেছে ৫৩,৯২৮ জন। করোনাভাইরাস মহামারীর নতুন কেন্দ্রভূমি যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এই দেশটি বাদে এত মৃত্যু ঘটেছে শুধু ইতালি ও স্পেনে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১১ হাজার ৫০ জনে ঠেকেছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩ লাখ। দেশটিতে মৃতের প্রায় ৪ হাজার ৭৫৮ জনই নিউইয়র্ক রাজ্যের; তার মধ্যে নিউইয়র্ক শহরের ৩ হাজার ৪৮ জন। এর আগে নিউইয়র্কে মৃতের সংখ্যা বৃদ্ধির গতি কমে আসায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ‘সুড়ঙ্গের শেষ মাথায় আলো’ দেখার কথা বললেও দেশটির স্বাস্থ্য বিভাগের প্রধান বলছেন, এই সপ্তাহটি দেশের জন্য ‘সবচাইতে কঠিন ও বেদনাদায়ক’ সপ্তাহ হতে পারে।
×