ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে মৃত্যু ১১ হাজার ছাড়াল

প্রকাশিত: ০৮:৩৮, ৮ এপ্রিল ২০২০

যুক্তরাষ্ট্রে মৃত্যু ১১ হাজার ছাড়াল

নোভেল করোনাভাইরাস মহামারীর নতুন কেন্দ্রভূমি যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এই দেশটি বাদে এত মৃত্যু ঘটেছে শুধু ইতালি ও স্পেনে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১১ হাজার ৫০ জনে ঠেকেছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩ লাখ। দেশটিতে মৃতের প্রায় ৪ হাজার ৭৫৮ জনই নিউইয়র্ক রাজ্যের; তার মধ্যে নিউইয়র্ক শহরের ৩ হাজার ৪৮ জন। খবর সিএনএন অনলাইনের। আগের দিন নিউইয়র্কে মৃতের সংখ্যা বৃদ্ধির গতি কমে আসায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ‘সুড়ঙ্গের শেষ মাথায় আলো’ দেখার কথা বললেও দেশটির স্বাস্থ্য বিভাগের প্রধান বলছেন, এই সপ্তাহটি দেশের জন্য ‘সবচাইতে কঠিন ও বেদনাদায়ক’ সপ্তাহ হতে পারে। যুক্তরাষ্ট্রে আক্রান্তদের মধ্যে ১ লাখ ২২ হাজারই নিউইয়র্ক রাজ্যের। তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের গবর্নর এ্যান্ড্রু কুমো।
×