ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইভরিকোস্টে করোনার পরীক্ষা কেন্দ্র ধ্বংস

প্রকাশিত: ০৮:২৫, ৭ এপ্রিল ২০২০

আইভরিকোস্টে করোনার পরীক্ষা কেন্দ্র ধ্বংস

করোনা সংক্রমণ রোধে দক্ষিণ অফ্রিকার দেশ আইভরিকোস্টে জরুরী অবস্থা জারি করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ২৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে অন্তত তিনজন। করোনায় ব্যাপক বিস্তার ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট আলাসনে ওয়াটারা গত ২৩ মার্চ জরুরী অবস্থা জারি করেন। এদিকে আইভরিকোস্টে আবিদজান শহরে শ্রমিক শ্রেণীর বাসিন্দারা রবিবার একটি করোনা পরীক্ষা কেন্দ্র ধ্বংস দিয়েছে বলে খবর পাওয়া গেছে। কেন্দ্রটি নির্মাণাধীন ছিল। পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ কথা জানান। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে কিছু লোককে একটি ভবন ভেঙ্গে ফেলতে দেখা গেছে। এ সময়ে অনেকে ‘আমরা এটি চাই না’ বলে সেøাগান দিচ্ছিল। এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়োপাওগুন জেলায় ঘটনাটি ঘটে। এখানে ৫০ লাখ লোকের বাস। স্থানীয়রা পরীক্ষা কেন্দ্রটির বিপক্ষে, কারণ তারা মনে করছে এটি তাদের বাড়ির খুব কাছে বানানো হচ্ছে যা একেবারে আবাসিক এলাকার মধ্য খানে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ভবনটি নির্মাণ করা হচ্ছে না। এটি কেবল করোনা পরীক্ষার জন্য তৈরি করা হচ্ছে। -এএফপি
×