ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্রিকেটারদের বেতন কাটবে না বিসিবি

প্রকাশিত: ০৯:১৬, ৫ এপ্রিল ২০২০

  ক্রিকেটারদের বেতন কাটবে না বিসিবি

মিথুন আশরাফ ॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে একের পর এক সিরিজ স্থগিত হয়ে যাচ্ছে। পাকিস্তান এবং আয়ারল্যান্ড সফর স্থগিত করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসবে কিনা এর নিশ্চয়তা নেই। শঙ্কা আছে। এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেটারদের বেতন কাটা হবে কিনা এ নিয়ে আছে জল্পনা। সেই জল্পনার অবসান ঘটালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়ে দিলেন, এখনই ক্রিকেটারদের বেতন কাটা নিয়ে কোন ভাবনা বিসিবির নেই। করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে বিশ্বের ক্রীড়াঙ্গন। থমকে গেছে ক্রিকেট বিশ্বও। এর ফলে ক্রিকেট বোর্ডগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে। বিশেষ করে যেসব দেশে খেলা ছিল, সেই দেশের বোর্ডগুলোই বেশি ক্ষতির মুখে পড়ছে। এই ক্ষতি পুষিয়ে নিতে খেলোয়াড়দের বেতন কেটে রাখাকেই সাময়িক সমাধান দেখা হচ্ছে। কিন্তু বিসিবি সেই পথের পথিক হতে রাজি নয়। এপ্রিল থেকে টানা বাংলাদেশের সিরিজ ছিল। সেই সিরিজগুলো এক এক করে স্থগিত হচ্ছে। তাতে বিসিবির ক্ষতিও হচ্ছে। তবে এমন ক্ষতিও আবার হচ্ছে না যে ক্রিকেটারদের বেতন দেয়া যাবে না। তাই তো বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘অন্যান্য বোর্ড যারা বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে, তাদের তুলনায় আমাদের অবস্থা বেশ ভাল। এটা এমন একটা পরিস্থিতি যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সবকিছু স্বাভাবিক হওয়ার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে। একটা সিডিউল জটিলতা তৈরি হবে যা আমরা সমাধান করতে পারব না। আমাদের আইসিসিসহ অন্যান্য অংশীদারের সঙ্গে সংযুক্ত হতে হবে।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা এখনই এসব বিষয় (বেতন কাটার কথা) ভাবছি না। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের এমন কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে না। যেহেতু আমাদের হাতে কিছু সময় আছে। এবং আমরা আশা করি এই সময়ের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমরা এই সঙ্কটের মুহূর্তে কিভাবে ক্রিকেটার এবং আমাদের অন্যান্য কর্মীর পাশে থাকা যায়, তা নিয়ে কাজ করছি।’ বিসিবিও ক্ষতির মুখেই আছে। জাতীয় দলের স্পন্সর দীর্ঘমেয়াদে নেই। এখন অন্তর্বর্তীকালীনভাবে বেক্সিমকো গ্রুপের ডিপিএইচ কোম্পানি ‘আকাশে’র সঙ্গে চুক্তি আছে। আবার এ মাসেই গাজী টেলিভিশনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এরপর নতুন চুক্তি নিয়ে বিসিবিকে দৌড়ঝাঁপ শুরু করতে হবে। আবার হয়তো গাজী টেলিভিশনই বিসিবির সঙ্গে চুক্তিতে আসতে পারে। তবে জুনে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও আগস্টে নিউজিল্যান্ড সিরিজ অনিশ্চিত হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যা তৈরি হতে পারে। বিসিবি ক্রিকেটারদের বেতন কী কাটবে, উল্টো ক্রিকেটারদের পাশে আছে। এরই মধ্যে জাতীয় দলের বাইরে থাকা পুরুষ ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা করে দিয়েছে বিসিবি। নারী ক্রিকেটারদের এককালীন ২০ হাজার টাকা করে দিয়েছে। আবার শোনা যাচ্ছে, বিসিবির বেতনধারী কর্মকর্তাদের বেতন দেয়ার সঙ্গেও আলাদাভাবে এককালীন আর্থিক সহযোগিতা করবে বিসিবি। যেন এ কঠিন সময়ে তারা চলতে পারে। ৩০০ স্টাফ থাকছে এই আওতায়। মাঠকর্মী, বিসিবি স্টাফ ও পিয়ন, অফিস স্টাফ এবং পরিচ্ছন্নতা কর্মী সবাই থাকছেন। সঙ্কটের মুহূর্তে আর্থিক ক্ষতি এড়াতে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ক্রিকেটারদের বেতন কাটার কথা বলেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া করোনাভাইরাসের কারণে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি পিছিয়ে দিয়েছে। ইউরোপের নামী-দামী ক্লাবগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন। জুভেন্টাসের খেলোয়াড়রা তাদের তিন মাসের বেতনের নির্দিষ্ট অংশ ছাড় দিয়েছে। বরুসিয়া ডর্টমুন্ডও এগিয়েছে একইভাবে। ক্লাবগুলোও বাধ্য হয়ে ফুটবলারদের বেতনের অংশ কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বার্সিলোনা লিওনেল মেসিদের বেতন কাটার পথে হেঁটেছে। ইংলিশ প্রিমিয়ার লীগ খেলোয়াড়দের ৩০ ভাগ বেতন কাটার প্রস্তাব দিয়েছে। লীগ, সিরিজ, সফর, ইভেন্ট স্থগিত হওয়ায় ক্রীড়াঙ্গনও ক্ষতির মুখে পড়েছে। আর তাই বেতন কাটার দিকেই সবাই এগিয়ে যেতে চাচ্ছে। বিসিবি সেই পথে হাঁটতে রাজি নয়। করোনা যুদ্ধে এগিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। জাতীয় দলের ২৭ ক্রিকেটার ২৬ লাখ টাকা অনুদান দিয়েছেন। মাসিক বেতনের অর্ধেক দিয়েছেন। এছাড়া প্রথম শ্রেণীর ৯১ ক্রিকেটার এক মাসের বেতনের অর্ধেক অনুদান দিয়েছেন। অনেক ক্রিকেটার নিজে থেকে আবার দুস্থ, অসহায়, গরিবদের পাশে দাঁড়াচ্ছেন। নারী ক্রিকেটাররা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এমন অবস্থায় কোনভাবেই ক্রিকেটারদের বেতন কাটার দিকে ঝুঁকতে রাজি নয় বিসিবি।
×