ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রেলওয়ের দেড় কোটি টাকা প্রদান

প্রকাশিত: ১০:০৭, ২ এপ্রিল ২০২০

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রেলওয়ের দেড় কোটি টাকা প্রদান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনাভাইরাস আতঙ্কে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে অফিস আদালত, স্কুল কলেজসহ সকল কর্মব্যস্ততার জায়গাগুলো বন্ধ রয়েছে। কিন্তু দিনমজুর ও হতদরিদ্র শ্রেণীর খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায়। সরকারী ত্রাণ ও বিত্তশালীদের ত্রাণের ওপর নির্ভরশীল হয়ে পড়া এসব মানুষ এখন পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছে। রিক্সা নিয়ে রাস্তায় বের হলেও প্যাসেঞ্জার মিলছে না। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলকে সুসংগঠিত করতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৭০৬ টাকার একটি চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের ঢাকার দফতর থেকে অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা স্বাক্ষরিত এ চেকটি হস্তান্তর করা হয়েছে। রেল কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতন কর্তন করে এ অর্থ প্রধানমন্ত্রী সাহায্য তহবিলে স্থানান্তর করবে বাংলাদেশ ব্যাংক, ঢাকা। ডিভিশনাল ফিন্যান্সিয়াল এ্যাডভাইজার, ঢাকার রাজস্ব খাত থেকে এ অর্থ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে রেল কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও জন্ম নিয়েছে মানুষ মানুষের জন্য একটি পদক্ষেপ।
×