ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিজোফ্রেনিয়ায় আক্রান্ত দ-প্রাপ্ত সাহাদাতকে মুক্তির নির্দেশ

প্রকাশিত: ১০:০৬, ২ এপ্রিল ২০২০

সিজোফ্রেনিয়ায় আক্রান্ত দ-প্রাপ্ত সাহাদাতকে মুক্তির নির্দেশ

বিকাশ দত্ত ॥ মংলার তেঁতুল বিক্রেতা বৃদ্ধ কিরণ হালদার। প্রতিদিনের মতো তেঁতুল বিক্রির উদ্দেশে মংলা বাজারে যাওয়ার সময় পথিমধ্যে খুন হন তিনি। ঘটনাস্থলে একজোড়া সেন্ডেলের তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা মঞ্জুর এলাহী শাহাদাত হোসাইনকে গ্রেফতার করে। সবাই বলাবলি করে পাশের গ্রামের পাগলা মিলন কিরণ হালদারকে খুন করেছে। এবং পরবর্তীতে শাহাদাত হোসেন মিলন স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। বাগেরহাট জেলার অতিরিক্ত দায়রা আদালত-১, দায়রা মামলা নং-৩০০/২০১৩ তে অভিযুক্ত শাহাদাত হোসেনকে তাৎক্ষণিক রাগের বশবর্তী হয়ে পূর্বেকার কোনরূপ পরিকল্পনা ব্যতীত ছুরিকাঘাতে হত্যার অপরাধে নরহত্যা হিসেবে দোষী সাব্যস্ত করে দ-বিধির ৩০৪ এর পার্ট-১ অনুসারে যাবজ্জীবন সাজা ও দশ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার পর কারাবিধি অনুসারে কারাকর্তৃপক্ষ বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে জেল আপীল এর জন্য আবেদন করেন। যার জেল আপীল নম্বর-২৯৬/২০১৭। হাইকোর্ট বিভাগে জেল আপীল মামলায় আসামির পক্ষে আইনজীবী দিয়ে থাকেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সুপ্রীমকোর্ট লিগ্যাল এইড অফিস। তথ্য পর্যালোচনায় দেখা যায় ২৬/০২/২০১৯ সালে প্যানেল আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ শহিদুল ইসলামকে সুপ্রীমকোর্ট লিগ্যাল এইড অফিস মামলাটি পরিচালনার জন্য নিয়োগ প্রদান করেন। বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন ও বিচারপতি মোঃ আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আসামি শাহাদাত হোসেন মিলনকে মুক্তির আদেশ প্রদান করেন। সম্প্রতি ওই মামলার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে। রায়ে আদালত বলেছে, আসামি ইতোমধ্যে ৭ বছর ধরে কারাগারে আটক রয়েছে এবং ইতোপূর্বে সিজোফ্রেনিয়া নামক রোগে আক্রান্ত ছিলেন। তদূপরি দ-বিধির ৩০৪ এর পার্ট-২ এর অধীন সর্বোচ্চ ১০ বছর কারাবাসের বিধান রয়েছে, যেহেতু ইতোমধ্যে ৭ বছরের অধিক সময় আটক রয়েছে তাই তাকে মুক্তির নির্দেশ দেয়া হলো। ঠাকুরগাঁওয়ে আইসোলেশনে থাকা একপরিবারের পাঁচজন সুস্থ হয়ে বাড়ি নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১ এপ্রিল ॥ করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে থাকা একই পরিবারের পাঁচজন সুস্থ হয়ে বুধবার নিজ বাড়িতে ফিরে গেছেন। বিকেলে তাদের ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান। তাদের শরীর এখন সুস্থ জানিয়ে তিনি বলেন, পরবর্তীতে আরও তিনদিন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ১৫ কক্ষ ছাই স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে স্কুলসহ ১৫টি কক্ষ ও চাকমাদের বাড়ি পুড়ে গেছে। পুটিবনিয়া রোহিঙ্গা শিবিরে পশ্চিম ব্লকে হঠাৎ করে একটি লার্নিং সেন্টার থেকে আগুন লাগে। বুধবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল পুটিনবনিয়া রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।
×