ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাভাবিক অবস্থায় ফিরছে জিনজিয়াং

প্রকাশিত: ০৮:৫৮, ১ এপ্রিল ২০২০

স্বাভাবিক অবস্থায় ফিরছে জিনজিয়াং

চীনের উত্তরপূর্বাঞ্চলে জিনজিয়াং অঞ্চলে বড় নির্মাণ প্রকল্পগুলোর কাজ আবারও শুরু হয়েছে। তেলখনির শ্রমিকরা কাজে ফিরে এসেছে, গার্মেন্ট ফ্যাক্টরিগুলো মাস্ক তৈরি করছে। ছাত্ররা গত সপ্তাহে স্কুলে ফিরেছে। অঞ্চলের শীর্ষ স্থানীয় কমিউনিস্ট নেতা মাস্ক পরে একটি ক্লাসের ছাত্রদের সম্ভাষণ জানিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন। -খবর নিউইয়র্ক টাইমস অনলাইনের। করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য অঞ্চলজুড়ে একমাসের বেশি সময় লকডাউনের পর জিনজিয়াংয়ে রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া শোয়ের চিত্র ও রিপোর্টগুলো সরকারীভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হয়েছে। ১২ মার্চের সরকারী পিপলস ডেইলিতে প্রধান শিরোনামে বলা হয়েছে, জিনজিয়াংয়ে সম্পূর্ণভাবে উৎপাদন ও জীবন যাত্রায় স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। কিন্তু অত্যন্ত অনুন্নত অঞ্চলে করোনার মারাত্মক প্রাদুর্ভাবের বিষয়ে এবং কঠোরভাবে আরোপ করা লকডাউনে কিছু সংখ্যক অধিবাসীর বেঁচে থাকা কষ্টকর হয়ে উঠেছে কিনা এ বিষয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। উইঘুরদের আশঙ্কা, অঞ্চলে লকডাউনে তারা অনশনের শিকার হবে। চীনে দাবানলে ১৯ জনের মৃত্যু চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ায় ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র। দমকল বাহিনীর কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় এই বাহিনীর ১৮ সদস্যসহ ১৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন স্থানীয় বনভূমির কর্মীও রয়েছেন। বনভূমির এই কর্মী দমকল বাহিনীর সদস্যদের পথ দেখানোর নির্দেশনা দিচ্ছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ২টার দিকে হঠাৎ করেই বাতাসের গতিবেগ পরিবর্তন হওয়ায় দমকল কর্মীরা দাবানলে আটকে পড়ে। ঝিচাং নগরীর তথ্য দফতর জানায়, সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫১ মিনিটে বনভূমি সংলগ্ন স্থানীয় একটি খামারে দাবানলের সূত্রপাত হয় এবং প্রবল বাতাসের কারণে তা দ্রুত পার্শ্ববর্তী এলাকার বনভূমিতে ছড়িয়ে পড়ে। সোমবার ৩ শতাধিক দমকল কর্মী এবং ৭শ’ মিলিশিয়া কর্মীকে দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য পাঠানো হয়েছিল।
×