ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে সতর্ক অবস্থানে চট্টগ্রাম প্রশাসন

প্রকাশিত: ১০:৫৯, ৩১ মার্চ ২০২০

করোনা নিয়ে সতর্ক অবস্থানে চট্টগ্রাম প্রশাসন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনা সতর্কতায় লম্বা ছুটি এবং অঘোষিত লকডাউনের কারণে সোমবারও ছিল জনজীবনে অচলাবস্থা। সড়কে যানবাহন নেই, কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান ছাড়া সবই বন্ধ। এরই মধ্যে চলছে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা পদক্ষেপ ও তৎপরতা। এদিকে, চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য ঢাকা থেকে আরও কিট এসে পৌঁছেছে। রোগীদের প্রয়োজনীয় সেবা ও আইসোলেশন নিশ্চিত করতে সকল ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জনের কার্যালয়। সোমবার পঞ্চম দিনের জন্য চট্টগ্রামে থমকে ছিল বাণিজ্যিক কার্যক্রম ও জনজীবন। সড়কে যানবাহন নেই, সাধারণ মানুষের চলাচলও সীমিত। নাগরিকরা ঘরবন্দী হয়ে আছেন। একান্ত প্রয়োজন ছাড়া কেউই বের হচ্ছেন না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখন অগ্রাধিকার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা। অপ্রয়োজনে কেউ বের হলে তাকে ঘরে পাঠিয়ে দেয়া হচ্ছে। ফোন পেয়ে গভীর রাতে ত্রাণ পাঠালেন ডিসি ॥ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার খাজা গরীবে নেওয়াজ লেন এলাকায় এক দিনমজুর পরিবারের জন্য রবিবার গভীর রাতে ত্রাণ সহায়তা পাঠিয়েছে জেলা প্রশাসন। সরকারী সেবা তথ্য নম্বর ৩৩৩-এ ফোন পেয়ে ত্রাণ সহায়তা চান এক নারী। তাকে যোগাযোগ করিয়ে দেয়া হয় এডিসি জেনারেলের সঙ্গে। চসিক কাউন্সিলরদের পরিচ্ছন্নতা অভিযান ॥ করোনা ঝুঁকি মোকাবেলায় চট্টগ্রাম মহানগরীতে চলছে পরিচ্ছন্নতা অভিযান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কাউন্সিলরদের নেতৃত্বে নিজ নিজ ওয়ার্ডের বিভিন্ন অলি-গলিতে ছিটানো হচ্ছে জীবাণুনাশক। বিএনপির ত্রাণ বিতরণ ॥ চসিক নির্বাচনে মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেনের পক্ষ থেকে সোমবার নিম্ন আয়ের মানুষের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে নগরীর প্রবর্তক মোড়ের ট্রিটমেন্ট হাসপাতালের সামনে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ডাঃ শাহাদাতের পক্ষে এগুলো বিতরণ করেন চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা একরামুল করিম। তিনি বলেন, বিভিন্ন ওয়ার্ডে তালিকা করে অসচ্ছল পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বিতরণ অব্যাহত রয়েছে।
×