ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

প্রকাশিত: ১০:০৮, ২৬ মার্চ ২০২০

ব্রিটেনে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

ব্রিটেনে করোনাভাইরাসে মঙ্গলবার আরও ৮৭ জন মারা গেছেন। এ নিয়ে সেখানে মারা গেলেন মোট ৪২২ জন। এদিন স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪০০ মানুষ। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৭ জনে। করোনাভাইরাস আছে কিনা এমন পরীক্ষা করা হয়েছে মোট ৯০ হাজার ৪৩৬ জনের। মঙ্গলবার নতুন করে যাদের মৃত্যু রেকর্ড করা হয়েছে তার মধ্যে ইংল্যান্ডে রয়েছেন ৮৩ জন। -ইন্ডিপেন্ডেন্ট কাবুলে বন্দুকধারীদের হামলায় নিহত ৪ আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখদের একটি গুরুদুয়ারায় অজ্ঞাত বন্দুকধারীরা আত্মঘাতী বোমা ও বন্দুক হামলা চালিয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে হামলাটি শুরু হয় বলে মন্ত্রণালয়টির মুখপাত্র তারিক আরিয়ান সাংবাদিকদের জানিয়েছেন। আফগান নিরাপত্তা বাহিনী কাবুলের পুরনো অংশে অবস্থিত ওই গুরুদুয়ারাটি ঘিরে রেখে হামলা প্রতিরোধ করার চেষ্টা করেছে। এ হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন বলে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। আফগান পার্লামেন্টের সংখ্যালঘু প্রতিনিধি নারিন্দ্র সিং খালসা জানিয়েছেন, হামলা শুরু হওয়ার সময় তিনি গুরুদুয়ারার কাছেই ছিলেন এবং দৌড়ে সেদিকে যান। -রয়টার্স পরামর্শ ছাড়া ক্লোরোকুইন খেয়ে মৃত্যু করোনাভাইরাস থেকে বাঁচতে ক্লোরোকুইন ফসফেট ওষুধ খেয়েছিলেন এক দম্পতি। চিকিৎসকের পরামর্শ ছাড়া এভাবে ওষুধ খেয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের আরিজোনার ওই নাগরিক, তার স্ত্রীর অবস্থাও গুরুতর। এমন তথ্য জানিয়েছে হাসপাতাল ব্যবস্থা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান ব্যানার হেলথ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, কোভিড-১৯ চিকিৎসায় ক্লোরোকুইন সম্ভাব্য ওষুধ হতে পারে। তারপরই এমন ঘটনা ঘটল। -এপি
×