ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনতার সঙ্গে নিয়মিত যোগাযোগের উপায় খুঁজছেন বাইডেন

প্রকাশিত: ০৮:৫৮, ২২ মার্চ ২০২০

জনতার সঙ্গে নিয়মিত যোগাযোগের উপায় খুঁজছেন বাইডেন

করোনাভাইরাসের উত্তরোত্তর বৃদ্ধির মধ্যেই যুক্তরাষ্ট্রের অন্য সবার মতো জো বাইডেনও সামাজিক দূরত্ব ঘোচাতে চেষ্টা করে চলছেন। ডেমোক্র্যাটিক দল থেকে মনোনয়ন প্রত্যাশী বাইডেন শুক্রবার জানান, তিনি অত্যন্ত আন্তরিকভাবে জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ করার উপায় খুঁজছেন। এপি। সাবেক ভাইস প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, ডেলাওয়ার অঙ্গরাজ্যের বৃহত্তম শহর উইলমিংটনে জনগণের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া প্রচার শিবিরের কাছে মার্কিন নাগরিকদের সঙ্গেও সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। বাইডেন বলেন, আমরা এটি করার চেষ্টা করছি। কারণ, আমি চাই প্রতিদিন না হোক সপ্তাহে অন্তত একদিন মার্কিন নাগরিকদের সঙ্গে আমার যোগাযোগ হোক। আর আমার ধারণা এটি করা উচিত। তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ওটা করা হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষে প্রায় প্রতিদিনই ব্রিফ করছেন। তবে করোনার কারণে সশরীরে উপস্থিত না হয়ে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেস ব্রিফিং করছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লকডাউক করে রাখা হয়েছে। এদিকে চলতি মাসে প্রাইমারিতে জো বাইডেনের কাছে হেরে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স এখনও প্রতিযোগিতার মাঠে রয়েছেন। তিনি মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলা নিয়ে তার প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং শুক্রবার বার্লিংটনের তার অফিস থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ের মাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। বাইডেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, ট্রাম্প প্রশাসন করোনাভাইরাস মোকাবেলায় দুর্বল পদক্ষেপ নিয়েছে।
×