ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইউএস ওপেন নিয়ে দোটানায় আয়োজকরা

প্রকাশিত: ১২:২৫, ২০ মার্চ ২০২০

ইউএস ওপেন নিয়ে দোটানায় আয়োজকরা

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে স্থবির পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন। ইতোমধ্যেই সবধরনের পেশাদারী টেনিস স্থগিত করা হয়েছে ২০ এপ্রিল পর্যন্ত। করোনা শঙ্কায় পিছিয়ে গেছে টেনিসের অন্যতম মেজর টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনও। আগের সূচী অনুযায়ী আগামী ২৪ মে থেকে প্যারিসের রোঁলা গারোঁয় ফরাসী ওপেন শুরুর কথা ছিল। শেষ হওয়ার কথা ছিল ৭ জুন। নতুন সূচীতে এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর, চলবে ৪ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ ইউএস ওপেন শেষ হওয়ার মাত্র সাতদিন পরই শুরু হবে এ গ্র্যান্ডসø্যাম। নতুন সূচীতে এখন ফরাসী ওপেন রূপ নিয়েছে বছরের শেষ গ্র্যান্ডসø্যাম টুর্নামেন্টে। যে কারণেই ইউএস ওপেন নিয়ে চলছে এখন জল্পনা-কল্পনা। সঠিক সময়ই কী হবে নাকি পরিবর্তন আসবে এর সূচীতে? ভক্ত-অনুরাগীদের সেটাই এখন দেখার অপেক্ষা। শুধু টেনিসই নয়, এই ভাইরাসের কারণে প্রায় সবধরনের খেলা স্থগিত হয়ে আছে। গত সপ্তাহে দুই মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট পিছিয়ে গেছে। এর আগে প্রায় সব দেশের ফুটবল লীগ স্থগিত হয়েছে। ইউরোপে ইতালি, স্পেন ও জার্মানির পর সবচেয়ে বেশি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ফ্রান্সে। যে কারণেই ঐতিহ্যবাহী ফ্রেঞ্চ ওপেন স্থগিত করা হয়েছে। তবে ফরাসী ওপেনের সূচী পরিবর্তন হলেও উইম্বলডন নির্ধারিত সূচী মেনে আয়োজন করা হতে পারে বলে খবর। তবে এই আপদকালীন পরিস্থিতিতে ইউএস ওপেন স্থগিত করা হতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনের খবরে উঠে এসেছে। যথাসময়ে চলতি বছর ২৯ জুন থেকে শুরু হওয়ার কথা উইম্বলডন। ১২ জুলাই পর্যন্ত চলবে প্রতিযোগিতা। করোনাভাইরাসের আতঙ্কেও নির্ধারিত সূচী মেনে ঐতিহ্যবাহী এই টেনিস টুর্নামেন্ট আয়োজন করতে বদ্ধপরিকর আয়োজক অল ইংল্যান্ড ক্লাব। ফ্রেঞ্চ ওপেন সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে যাওয়ায় সেই সময় কিংবা তার পরে উইম্বলডন আয়োজন করা যাবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। উইম্বলডন পেছানোর কোন সঙ্কেত পাওয়া না গেলেও জনপ্রিয় ইউএস ওপেন করোনাভাইরাসের কারণে পিছিয়ে যেতে পারে। চলতি বছরের ২৪ আগস্ট থেকে শুরু হওয়ার কথা এই প্রতিযোগিতা। কিন্তু তা পিছিয়ে ২০২১ সালেও নিয়ে যাওয়া হতে পারে বলে গণমাধ্যমে গুঞ্জন। তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার অপেক্ষা। এদিকে বিশ্বের এক নম্বর টেনিস তারকা সিমোনা হ্যালেপ এগিয়ে এসেছেন করোনার বিরুদ্ধে বাঁচার যুদ্ধে। উইম্বলডন জয়ী হ্যালেপ তার নিজের ফেসবুক পেজের মাধ্যমে ঘোষণা করেছেন যে, তিনি অর্থ সাহায্য করবেন রোমানিয়ার হাসপাতালে মেডিক্যাল সরঞ্জাম কেনার জন্য। ২৮ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘দুর্ভাগ্য আমাদের এক কঠিন সময়ের মধ্য দিয়ে চলতে হচ্ছে। কয়েক মাস আগেও আমরা এমন অবস্থার কথা ভাবতে পারিনি। তবে এই মহামারী আমাদের ঠা-া মাথায় মোকাবেলা করতে হবে। এর জন্য আমি আমার সাধ্যমতো অর্থ সাহায্য করব।’ হ্যালেপের দেশ রোমানিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২০০ জনেরও বেশি। তবে বুধবার পর্যন্ত কেউ মারা যাননি। তারপরও হ্যালেপ বেশ চিন্তিত। তিনি বলেছেন, ‘এই অবস্থায় সবচেয়ে বেশি দরকার সচেতনতার। যারা আক্রান্ত হয়েছেন তারা নিজেদেরই যদি সমাজ থেকে সরিয়ে নেন তাহলে সংক্রমণ হবে না। তাই যেসব নিয়মবিধি করা হয়েছে তা যেন মানা হয়। আমি বুখারেস্ট ও কনস্তান্তার হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখছি। ওদের মেডিক্যাল সরঞ্জাম কেনার জন্য যে অর্থ লাগবে আমি তার বেশ কিছুটা দেব। হয়তো সময়টা খারাপ, কিন্তু এর মধ্যেই মানুষ চেনা যাবে।’
×