ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘যুদ্ধাবস্থায় আছি’

প্রকাশিত: ০৮:৪২, ১৮ মার্চ ২০২০

‘যুদ্ধাবস্থায় আছি’

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনা পরিস্থিতি নিয়ে বলেছেন, ‘আমরা এখন এক যুদ্ধাবস্থায় আছি’, সোমবার টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি এ কথা বলেন। ইউরোপের কয়েকটি দেশে যেমন হোম কোয়ারেন্টাইনের মতো মানুষকে ঘরে থাকতে বাধ্য করা হয়েছে, ফ্রান্সে এখন সে নির্দেশনা জারি করা হয়নি। ম্যাক্রোঁ মঙ্গলবার থেকে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। -এএফপি সবার জন্য বিপদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, করোনাভাইরাস বিস্তার শুধু তার দেশের জন্য নয় বরং দক্ষিণ এশিয়া ও আফ্রিকাসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য এক অশনি সঙ্কেত। বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘সমস্যা যে স্বাস্থ্য ব্যবস্থার তা নয়, বরং পরিস্থিতি সামাল দেয়ার ক্ষেত্রে আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে।’ তিনি ধনী দেশগুলোকে দরিদ্র দেশগুলোর পাশে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া তিনি প্রতিবেশী ইরান, আফগানিস্তান ও ভারত প্রসঙ্গেও কথা বলেন। -এপি
×