ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

করোনায় ভেস্তে যাচ্ছে শাহিনবাগের সিএএ বিরোধী বিক্ষোভ

প্রকাশিত: ০৮:৪০, ১৮ মার্চ ২০২০

করোনায় ভেস্তে যাচ্ছে শাহিনবাগের সিএএ বিরোধী বিক্ষোভ

নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট সীমাবদ্ধতায় ভারতে নাগরিকদের বিক্ষোভ ভেস্তে যাতে বসেছে। দেশটির রাজধানী দিল্লীতে রাজ্য সরকার নগরীতে করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে সমাবেশ বন্ধ করার ঘোষণা দিয়েছে। বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিলের (সিএএ) বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজ্যটিতে বিক্ষোভ-সমাবেশ চলছে। বিবিসি। হাজার হাজার বিক্ষোভকারী, বিশেষ করে মুসলিম নারীরা শাহীনবাগে ওই আইনটির বিরুদ্ধে সড়কে নেমে গত তিন মাস ধরে বিক্ষোভ মিছিল করে আসছে। ভারতে এখন পর্যন্ত এক শ’ ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত ও দু’জন ইতোমধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। শাহীনবাগ আন্দোলনে বহু ভারতীয় শরিক হয়ে সিএএ’র বিরুদ্ধে বিক্ষোভ করেছে। স্থানটিতে বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকার কিছুদিন আগে অনুষ্ঠিত রাজ্যের নির্বাচনের জন্য প্রচার-প্রচারণা চালানোর স্বার্থে জনসমাবেশ দূর করতে অনেক প্রচেষ্টা চালায়। কিনউত সে সময় সরকার কাজটি করতে ব্যর্থ হয়। তবে ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে জনসমাবেশ কমে যেতে পারে। এদিকে সিএএ’র বিরুদ্ধে অবস্থান নেয়ায় বিজেপি বিক্ষোভকারীদের বিশ্বাসঘাতক বলে অভিযোগ করে। অন্যদিকে করোনাভাইরাসের কারণে দিল্লীতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, নাইট ক্লাব ও পার্লারসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে দিল্লীর মতো নিষেধাজ্ঞা জারি রয়েছে। এদিকে করোনা নিয়ে আতঙ্কে দেশটিতে ট্রেনের এসি কোচে ব্যবহৃত কম্বল ও পর্দা আর রাখা হবে না। কম্বল ও পর্দা প্রতিদিন ধুয়ে পরিষ্কার করা সম্ভব না হওয়ায় তা আর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির রেল মন্ত্রণালয়। করোনাভাইরাস প্রতিরোধে শনিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়। তাতে বলা হয়, ‘রেলের নিয়ামানুসারে প্রতি ট্রিপের পর যেহেতু কম্বল ও পর্দা ধোয়া হয় না, সে কারণে সেখান থেকে করোনাভাইরাস বিস্তারের সম্ভাবনা থেকে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত আর কোন নির্দেশ আসছে ততক্ষণ পর্যন্ত এই নিয়ম মেনে চলা হবে।’ সংবাদসংস্থাকে পশ্চিম রেলওয়ের মুখপাত্র গজানন মহাতপুরকর বলেন, ‘যাত্রীরা নিজেদের দায়িত্বে তাদের কম্বল সঙ্গে রাখতে পারেন। তবে কিছু অতিরিক্ত বিছানার চাদর রাখার পরিকল্পনা রাখা হয়েছে। এদিকে ট্রেনের হাতল, দরজার হাতল, প্রবেশের দরজা হ্যান্ডল, সিট গার্ড, জানলার কাঁচ, গ্রিল, বোতল রাখার জায়গা, ওপরের বার্থ সিঁড়ি, বৈদ্যুতিক সুইচ, চার্জার পয়েন্ট জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করার কথা বলেছে সেন্ট্রাল রেলওয়ে।
×