ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনাভীতি

বন্ধ হলো তাজমহল ও স্ট্যাচু অব লিবার্টি

প্রকাশিত: ০৮:৪০, ১৮ মার্চ ২০২০

বন্ধ হলো তাজমহল ও স্ট্যাচু অব লিবার্টি

করোনাভাইরাসের ভীতির মধ্যেই মঙ্গলবার থেকে ঐতিহ্যবাহী তাজমহল দর্শকদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। ভারতের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, করোনা রোধের পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে করোনার জেরে নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি এবং এলিস আইল্যান্ডও বন্ধ করে দেয়া হয়েছে। ন্যাশনাল পার্ক সার্ভিস একইসঙ্গে আলকাত্রাজ, গোল্ডেন গেট ওয়েলকাম সেন্টার এবং ওয়াশিংটন ডিসি এলাকা বন্ধ করে দিয়েছে। এসব স্থানে পর্যটকদের আনাগোনাও কমে গেছে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশ ভারতজুড়ে ইতোমধ্যে স্কুল ও সিনেমা হল বন্ধ করে দেয়া হয়েছে। ১১৪ জনের শরীরে করোনা পাওয়া গেছে। প্রাণ হারিয়েছে ২ জন। পর্যটনমন্ত্রী প্রহ্লাদ পাতিল টুইটারে জানান, টিকেট কেটে দেখতে হবে এমন সব স্মৃতিস্তম্ভ এবং অন্যান্য সব যাদুঘর ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। ইউনেস্কো সাদা মার্বেলের তাজমহলকে ‘মুসলিম শিল্পকলার রতœ’ হিসেবে আখ্যায়িত করেছে। গতমাসেও ভারতে রাষ্ট্রীয় সফরের সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাজমহল পরিদর্শন করেছেন। করোনা পরিস্থিতিতে ভারত সব ধরনের পর্যটকের আগমন স্থগিত করেছে। সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা যাত্রী, ইউরোপীয়ান ফ্রি ট্রেড এ্যাসোসিয়েশন, তুরস্ক ও যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বুধবার থেকে নিষিদ্ধ করবে তারা। সোমবার সরকার জানায়, যেসব সফরকারীরা সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও কুয়েত থেকে ট্রানজিট নিয়ে ভারতে আসবে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। চীন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন এবং জার্মানি থেকে আগতদের জন্যও একই নিষেধাজ্ঞা। আর পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ও ভারতের সঙ্গে বেশকিছু সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। বিশ্বব্যাপী করোনার প্রভাব ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশ এবং শহর অবরুদ্ধ হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্য, বিমানের ফ্লাইট, পর্যটন শিল্পে ধস নেমেছে। নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিসহ যুক্তরাষ্ট্রের জাতীয় চিড়িয়াখানা এবং স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনও বন্ধ করে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই বার, রেস্টুরেন্ট, স্কুলে, দোকান-পাট বন্ধ ঘোষণা করা হয়েছে। এমজিএম রিসোর্ট ইন্টারন্যাশনাল রবিবার এক ঘোষণায় জানিয়েছে, তারা লাস ভেগাসে তাদের সব হোটেল এবং ক্যাসিনো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রে নতুন করে ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭১২। নতুন করে মারা গেছে ৫ জন। ফলে প্রাণহানি ঘটেছে মোট ৭৪ জনের। -এনডিটিভি ও সিএনএ
×