ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বেড়েছে টয়লেট পেপার কেনার প্রবণতা

করোনা আতঙ্কের মনস্তাত্ত্বিক কারণ

প্রকাশিত: ০৮:৩৯, ১৮ মার্চ ২০২০

করোনা আতঙ্কের মনস্তাত্ত্বিক কারণ

যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্স, ফ্রান্স থেকে অস্ট্রেলিয়াসহ বিশ্বের সর্বত্র একটি দৃশ্য খুবই পরিচিত হয়ে উঠেছে। সুপার মার্কেটগুলোর খালি তাকের সারি যেখানে টয়লেট পেপার সাজানো থাকত। করোনাভাইরাস-সৃষ্ট আতঙ্কে লোকজনের মধ্যে টয়লেট পেপার কেনার হিড়িক পড়ায় এই অবস্থা হয়েছে। -এপি টিস্যুর ভূমিকা সম্পর্কে এটা ঠিক কি, যার কারণে সময়ে সময়ে সহিংস সংঘর্ষসহ বিভিন্ন সংস্কৃতিজুড়ে বিপর্যয় দেখা দিয়েছে যা সামাজিক মাধ্যমসমূহে আলোড়ন তুলেছে? বিশেষজ্ঞরা বলছেন, মূলত গেম তত্ত্বে উত্তরটি নিহিত রয়েছে। প্রত্যেকে যদি কেবল তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নেয় তবে কোন ঘাটতি হবে না। কিছু লোক যদি আতঙ্কিত হয়ে কেনা শুরু করেন, তবে তা রাখার জন্য আপনার যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে কি না তা নিশ্চিত করতে হবে। তবে এটা এটিকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে না। টয়লেট পেপার আপনাকে সংক্রমণ থেকে রক্ষা করতে পারবে না। ক্যান জাতীয় খাবারের মতো আরও গুরুত্বপূর্ণ আইটেমগুলোর জন্য আমরা এখনও একই স্তরের মজুদ দেখিনি। তাই অন্য কিছু স্পষ্টভাবে চলছে। মহামারীর ওপর মনস্তত্বের লেখক অধ্যাপক স্টিভেন টেইলর বলেন, ‘আমি মনে করি, এটি সম্ভবত সোস্যাল মিডিয়ায় নাটকীয় চিত্রগুলোতে আটকে গেছে, কারণ এটি বেশ স্পষ্ট যে, প্যাকেটগুলো বেশ স্বতন্ত্র এবং এটি সুরক্ষার প্রতীক হিসেবে মানুষের মনে গেঁথে গেছে।’ ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার এক মনস্তত্ব অধ্যাপক বলেন, লোকজন নিজেকে এবং তাদের পরিবারকে সুরক্ষিত রাখতে কিছু করার প্রযোজন বোধ করে, কারণ তারা হাত ধোওয়া এবং স্ব-বিচ্ছিন্ন হওয়ার পর আর কী বা করতে পারে? অর্থনীতিবিদরাও পরামর্শ দিয়েছেন যে, মানুষ ব্যয়বহুল কিছু করার চেয়ে এমন একট কিছু চেষ্টা করতে পারে যা তুলনামূলক সহজ এবং ভাসাভাসা। ব্রিটেনের ইস্ট এ্যাংলিয়া ইউনিভার্সিটির স্বাস্থ্য অর্থনীতিবিদ ফারাসাত বোখারি বলেন, ‘আমার অনুমান, আমরা ভাবতে চাই নিয়ন্ত্রণ আছে ও সীমিত বাজেট রয়েছে। তাই আমরা কিছু কিনতে যাই যা দামে সস্তা, যা আমরা মজুদ করতে পারি এবং আমরা অজান্তেই জানি যে আমরা যেভাবেই হোক ব্যবহার করতে যাচ্ছি।’ অধ্যাপক টেইলরের মতে, আমরা এখন যে আচরণগুলো দেখি তার অনেকগুলো পূর্ববর্তী মহামারীতেও ঘটেছিল। এর মধ্যে রয়েছে ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু। এতে ৭ লাখ আমেরিকান নিহত হয়েছিল এবং আতঙ্কিত নাগরিকরা পণ্য সংগ্রহের জন্য দোকান ও ফার্মেসিতে হুমড়ি খেয়ে পড়ত।
×