ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নির্যাতনকে নাৎসিদের সঙ্গে তুলনা

প্রকাশিত: ১২:০০, ১২ মার্চ ২০২০

রোহিঙ্গা নির্যাতনকে নাৎসিদের সঙ্গে তুলনা

জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) এক সময় মিয়ানমারের বিরুদ্ধে চলমান গণহত্যার বিচারে মিয়ানমার পক্ষের আইনজীবী ছিলেন প্রফেসর উইলিয়াম শাবাস। তিনি এখনও মিয়ানমারের আইনজীবী। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে সরকার যে আচরণ করে তাকে তিনি হলোকাস্ট চলাকালে ইহুদীদের বিরুদ্ধে জার্মানির নাৎসিদের তুলনা করেছেন। ২০১৩ সালে অপ্রকাশিত এক ভিডিও ফুটেজে তিনি এমন তুলনা করেছেন। ওই ফুটেজ শুক্রবার প্রকাশ করেছে ফোর্টিফাই রাইটস নামের মানবাধিকার বিষয়ক সংগঠন। এই প্রফেসর উইলিয়াম শাবাসকেই আবার ২০১৯ সালে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার মামলায় আইসিজেতে মিয়ানমারের পক্ষ নিতে ভাড়া করা হয়। ফোর্টিফাই রাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিও স্মিথ বলেছেন, ২০১৩ সালে রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে প্রফেসর শাবাস যে বর্ণনা দিয়েছিলেন তা ছিল যথার্থ। সেই নির্যাতন বছরের পর বছর অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় ২০১৬ ও ২০১৭ সালে গণহত্যার মতো অপরাধ সংঘটিত হয় মিয়ানমারে। ওই ভিডিও ফুটেজ জনস্বাস্থের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এটাকে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি এজন্য যে, মিয়ানমার রাখাইন রাজ্য নিয়ে যে বর্ণনা দেয় তা মিথ্যা। এডিট না করা ওই ভিডিও ২০১৩ সালে আল জাজিরা প্রামাণ্যচিত্র ধারণের জন্য ক্যামেরাবন্দী করেছিল। ওই প্রামাণ্যচিত্রের নাম ছিল ‘দ্য হিডেন জেনোসাইড’। -রয়টার্স
×