ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন-তালেবান চুক্তি

নিরাপত্তা পরিষদের সর্বসম্মত সমর্থন

প্রকাশিত: ১১:৫৯, ১২ মার্চ ২০২০

নিরাপত্তা পরিষদের সর্বসম্মত সমর্থন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মার্কিন-তালেবান সমঝোতা চুক্তিকে মঙ্গলবার সর্বসস্মতভাবে সমর্থন জানিয়েছে। আফগানিস্তানে দীর্ঘদিনের যুদ্ধের অবসান ও সেখান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নিতে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে ওই শান্তি চুক্তি হয়। যুক্তরাষ্ট্র উত্থাপিত প্রস্তাবে যুদ্ধ অবসান এবং আন্তঃ-আফগান আলোচনার দ্বার উন্মুক্ত করতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। ২৯ ফেব্রুয়ারি চুক্তিটি সই হয়। টাইম। প্রস্তাবটিতে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বন্দোবস্ত এবং একটি স্থায়ী ও ব্যাপক যুদ্ধবিরতি কার্যকর করার জন্য সব আফগান পক্ষের আগ্রহকে স্বাগত জানানো হয়েছে। তবে আফগানিস্তানের প্রতিদ্বন্দ্বী নেতারা- প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তার সাবেক ঐকমত্যের সরকারের অংশীদার আবদুল্লাহ আবদুল্লাহ আলোচনার পরিকল্পনা বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছিলেন। সোমবার তারা পৃথক অনুষ্ঠানে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। উপরন্তু, মধ্যপ্রাচ্যে নিযুক্ত শীর্ষ মার্কিন কমান্ডার মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি মঙ্গলবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির কাছে বলেন যে, তালেবানের হামলাগুলো পরিকল্পনা অনুমিত অনুসারে বেশি। এবং সে কারণে যদি এটা চলা অব্যাহত থাকে তিনি আমেরিকান সৈন্যদের সম্পূূর্ণ প্রত্যাহারের বিরুদ্ধে সুপারিশ করবেন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী দূত চেরিথ নরম্যান চ্যালেট ভোটের পর নিরাপত্তা পরিষদকে বলেন যে, আফগান প্রেসিডেন্ট নির্বাচনের বিবাদ এবং অগ্রহণযোগ্যভাবে তালেবানের দ্বারা সহিংসতার উচ্চ মাত্রা আফগানদের মধ্যে যথাসময়ে আলোচনা শুরু করতে দেয়নি। তবে তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সরকারের লক্ষ্যে তারা আলোচনা অব্যাহত রাখবেন। তিনি আরও বলেন, গনি তালেবান বন্দীদের মুক্তির বিষয়ে মঙ্গলবার একটি আদেশে সই করেছেন। এটি বন্দী বিনিময় এবং আন্তঃ-আফগান আলোচনার ক্ষেত্রে আফগানদের আরও এক ধাপ নিকটে আনতে পারে। চ্যালেট নিরাপত্তা পরিষদের ভোটাভুটিকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও জড়িত হওয়া শান্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপসমূহে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, ‘এটি একটি আশাবাদী মুহূর্ত, তবে এটি সবেমাত্র শুরু। আমরা আশা করি আফগানিস্তানের জনগণ একটি ঐতিহাসিক শান্তি নিষ্পত্তি অর্জনের সুযোগটি কাজে লাগাবে যা আফগানিস্তানে সংঘাতের অবসান ঘটাবে, মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং রাজনৈতিক ও নাগরিক প্রতিষ্ঠানে নারীদের অর্থবহ অংশগ্রহণের ক্ষেত্রে গত দুই দশকের অর্জনকে সংরক্ষণ করবে এবং নিশ্চিত করবে আন্তর্জাতিক হুমকির জন্য আফগান জনগণ আর কখনও আন্তর্জাতিক সন্ত্রাসীদের দ্বারা ব্যবহৃত হবে না।’ যে কোন রাজনৈতিক নিষ্পত্তি নারী, যুবক-যুবতী ও সংখ্যলঘুসহ সব আফগানের অধিকার সুরক্ষা করবে। কাউন্সিল সদস্যদের দ্বারা এই ভাষা যুক্ত হয় যারা নিশ্চিত করতে চান যে, নারীর অধিকার সুরক্ষিত আছে এবং তালেবান যেন মেয়েদের পড়াশোনা এবং মহিলাদের কাজ থেকে বিরত রাখতে তাদের পূর্ববর্তী কঠোর পদক্ষেপগুলি ফের গ্রহণ না করে। রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, এই প্রস্তাবটি জাতীয় পুনর্মিলন অর্জনের সুযোগের দ্বার খুলে দিয়েছে। তিনি আরও বলেন, শান্তি অর্জনের জন্য আমরা সমস্ত আফগান রাজনৈতিক শক্তিকে তাদের পার্থক্য দূরে রাখতে, সংকীর্ণ স্বার্থকে পাশে রাখতে এবং রাজনৈতিক উচ্চাকাক্সক্ষা দূরে রাখার আহ্বান জানিয়েছি।
×