ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে ব্যাংক কর্মকর্তার মেয়ে বিমানবন্দরে আটক

প্রকাশিত: ০৯:০৪, ১০ মার্চ ২০২০

ভারতে ব্যাংক কর্মকর্তার মেয়ে বিমানবন্দরে আটক

দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার মেয়ে বিদেশে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন। রবিবার বিকেলে লন্ডন যাওয়ার পথে রোশনি কাপুর নামের ওই তরুণী মুম্বাই বিমানবন্দর থেকে আটক হন। রোশনিকে আটকের আগে ইয়েস ব্যাংকে দুর্নীতির অভিযোগে তার বাবা রানা কাপুরকে গ্রেফতার করা হয়। এর আগে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিজয় মালিয়া, নীরব মোদি ও ললিত মোদি দেশ ছেড়ে পালিয়ে যান। তাদের মতো ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুর যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সেজন্য আগে থেকেই সতর্ক ছিলেন গোয়েন্দারা। তাই ইয়েস ব্যাংকের দুর্নীতি সামনে আসার পরই রানা কাপুর এবং তার পরিবারের সদস্যদের খুঁজে বের করার নোটিস জারি করা হয়। কারও বিরুদ্ধে এই নোটিস জারি হওয়ার অর্থ, দেশ ছেড়ে তিনি বিদেশে যেতে পারবেন না। সমস্ত বিমানবন্দরে ওই নোটিস পাঠিয়ে দেয়া হয়। সেই নোটিসের ভিত্তিতেই রোশনিকে আজ বিকেলে বিমানে ওঠার আগেই আটকানো হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়। -জি নিউজ
×