ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে দুই প্রেসিডেন্টের পাল্টাপাল্টি শপথ

প্রকাশিত: ০৯:০৩, ১০ মার্চ ২০২০

আফগানিস্তানে দুই প্রেসিডেন্টের পাল্টাপাল্টি শপথ

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগানিস্তানে প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আশরাফ গনি ও আবদুল্লাহ আবদুল্লাহ। আশরাফ গনি দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন। তবে তার প্রধান প্রতিপক্ষ আবদুল্লাহ এ শপথকে স্বীকৃতি না দিয়ে নিজস্বভাবে পাল্টা প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন। এতে করে আফগানিস্তানে নতুন রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে। খবর এএফপির। গতবছর সেপ্টেম্বরে আফগানিস্তানে বিতর্কিত নির্বাচনে গনি এবং আবদুল্লাহ দুইজনই নিজেকে বৈধ নেতা দাবি করেছিলেন। আবদুল্লাহ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছিলেন এবং ভোটে কারচুপির অভিযোগ করে গনির জয় বিধিসম্মত নয় বলে দাবি করেছিলেন। এর ৫ মাস পর গতমাসে আফগানিস্তানের নির্বাচন কমিশন ২৮ সেপ্টেম্বরের নির্বাচনে গনিরই জয় ঘোষণা করে। কিন্তু আবদুল্লাহ তা প্রত্যাখ্যান করে নিজেকে জয়ী ঘোষণা করেন। সোমবার রাজধানী কাবুলে গনির শপথ অনুষ্ঠানে ব্যাঘাত ঘটেছে প্রেসিডেন্ট প্রাসাদ প্রাঙ্গণে দুটো রকেটের শব্দে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি এবং গনিও শপথবাক্য পাঠ চালিয়ে গেছেন। সকালে আয়োজিত শপথ অনুষ্ঠান পিছিয়ে যায়। অতিথিরা সব অপেক্ষায় ছিলেন। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ শেষ মুহূর্তে দুই রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে সমঝোতা চুক্তি করার চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে কোন অগ্রগতি হয়নি। আফগান প্রেসিডেন্ট গনির শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ উপস্থিত ছিলেন। টিভি ফুটেজে গনিকে প্রেসিডেন্ট প্রাসাদে খলিলজাদ এবং ন্যাটো বাহিনীর কমান্ডার স্কট মিলারসহ বিদেশী কূটনীতিকদের উপস্থিতিতে শপথ নিতে দেখা গেছে। গনি তার বক্তব্যে বলেছেন, তিনি যে সরকার গড়ছেন তাতে কেবল তার রাজনৈতিক শিবিরের সদস্যরাই থাকবে না বরং পরবর্তীতে আলোচনা করে একটি ব্যাপকভিত্তিক সরকার গড়া হবে। তবে তার আগে দু সপ্তাহ পর্যন্ত আফগানিস্তানে আগের মন্ত্রিসভাই থাকবে। গনি মঙ্গলবার তালেবানের সঙ্গে আলোচনার জন্য একটি আলোচক দল চূড়ান্ত করার পরিকল্পনা করেছেন এবং তালেবানের ৫ হাজার বন্দী মুক্তির দাবির ব্যাপারে আরেকটি ঘোষণা দিতে চলেছেন।
×