ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট মনোনয়ন লড়াই

করোনার তোয়াক্কা না করে র‌্যালিতে হাজারো মানুষ

প্রকাশিত: ০৯:০২, ১০ মার্চ ২০২০

করোনার তোয়াক্কা না করে র‌্যালিতে হাজারো মানুষ

যুক্তরাষ্ট্রের নতুন নতুন রাজ্যে করোনা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স রবিবার বলেছেন, তার প্রচার শিবির ভাবছে খুব বেশি প্রয়োজন না হলে র‌্যালি বাতিল করবে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন র‌্যালি বা সমাবেশ করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উর্বর ক্ষেত্র হতে পারে। যুক্তরাষ্ট্রে করোনায় ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৫শ’র বেশি লোক আক্রান্ত হয়েছে। তবে ভাইরাস ছড়িয়ে পড়ার ভয় সাম্প্রতিক দিনগুলোতে হাজার হাজার লোককে প্রচার র‌্যালিতে অংশগ্রহণ থেকে বিরত রাখতে পারেনি। কয়েকটি টিভি সাক্ষাতকারের প্রস্তুতিকালে সান্ডার্স বলেন, ‘আমাদের কাছে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে আমেরিকান জনগণের স্বাস্থ্য রক্ষা করা। আমি আপনাদের যেটা বলব তা হচ্ছে আমরা দেশের সর্বত্র সরকারী স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি।’ তিনি আরও বলেন, ‘এটা এমন একটি ইস্যু যা প্রতিটি সংগঠন, প্রত্যেক প্রার্থীকে মোকাবেলা করতে হবে।’ ফেডারেল স্বাস্থ্য কর্তপক্ষ বয়স্কদের এবং বিশেষ করে যারা স্বাস্থ্য বিধির মধ্যে রয়েছেন তাদের ভিড় থাকে এমন স্থানগুলো এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। মিউজিক, আর্ট ফেস্টিভাল ও অন্যান্য ইভেন্টও বাতিলের প্রবণতা বাড়ছে। রবিবার সার্জন জেনারেল জেরোম অ্যাডামস উল্লেখ করেছেন যে, করোনাভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যুর গড় বয়স ৮০ বছর, আর যাদের জন্য চিকিৎসার প্রয়োজন তাদের বয়স ৬০। তবে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তাঁর দুজন প্রধান ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স এবং জো বাইডেনকে বিশাল প্রচারাভিযানের ইভেন্টগুলো থেকে নিজেদের গুটিয়ে নিতে দেখা যায়নি। তাদের প্রত্যেকের বয়স ৭০-এর মতো। সান্ডার্স বলেন, সম্ভাব্য বিশ্বের সেরা তিন প্রার্থীর যতটা সম্ভব তাদের ভ্রমণ সীমিত করা ও ভিড় এড়িয়ে চলা উচিত, তবে এই মুহূর্তে আমরা যতটা পারি ছুটে বেড়াচ্ছি। করোনার প্রাদুর্ভাব নিয়ে সোমবার ডেট্রোয়টে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও অন্যদের সঙ্গে সান্ডার্সের আলোচনা করার কথা রয়েছে। এদিকে বাইডেনের প্রাচার শিবির রবিবার জানিয়েছে সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রাদুর্ভাবের বিষয়ে রাজ্য ও ফেডারেল স্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশনা অনুসরণ করছেন, তবে প্রচারের কর্মকা-ে কোন পরিবর্তন হয়নি। রাজধানী ওয়াশিংটনে সপ্তাহান্তে করোনা সংক্রমণের প্রথম ঘটনা নিশ্চিত হওয়ার পর ট্রাম্প শনিবার বলেন, হোয়াইট হাউসের নিকটে করোনা হাজির হওয়ার বিষয়ে তিনি উদ্বিগ্ন নন। কর্মকর্তারাও বলেছেন, সম্প্রতি একটি রাজনৈতিক কনফারেন্সের এক অংশগ্রহণকারী যেখানে ট্রাম্প নিজেই বক্তৃতা করেন করোনা পরীক্ষায় পজেটিভ প্রমাণিত হয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি মোটেও উদ্বিগ্ন নই। না, আমি না। আমরা দুর্দান্ত কাজ করেছি।’ ট্রাম্পের প্রচার শিবিরের যোগাযোগ পরিচালক টিম মুরতাউগ বলেছেন, প্রচার স্বাভাবিকভাবেই এগিয়ে চলছে। -এপি
×