ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ডাকাতের গোলাগুলিতে নিহত এক

প্রকাশিত: ০৯:৪১, ৮ মার্চ ২০২০

কেরানীগঞ্জে ডাকাতের গোলাগুলিতে নিহত এক

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৭ মার্চ ॥ কেরানীগঞ্জে দুই ডাকাতের গোলাগুলির পর অজ্ঞাত এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে চিতাখোলা সড়কের পাশের জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা যায়, চিতাখোলা রোডে রাত ১১টার দিকে টহল পুলিশের একটি টিম টহল দিচ্ছিল তখন হঠাৎ গোলাগুলির শব্দ পায়। তখন ঘটনাস্থলের দিকে পুলিশ অগ্রসর হলে বুঝতে পারে দুই দল ডাকাত ঝোপের মধ্যে গোলাগুলি করছে। তখন পুলিশও দূর থেকে ফাঁকা ফায়ার করে। পুলিশের ফাঁকা ফায়ারের শব্দ শুনে উভয় ডাকাত দলই পালায়। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের পরনে ছিল জিন্স প্যান্ট, কালো শার্ট ও মুখে মুখাশ পরা ছিল। সোনারগাঁ নিজস্ব সংবাদদাতা সোনারগাঁ থেকে জানান, জামপুর ইউনিয়নের বস্তল হৈটাব গ্রামে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল ৮ জনকে কুপিয়ে টাকাসহ স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে গেছে। শুক্রবার রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিজান নামের এক ডাকাতকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। জানা গেছে, রাত পৌনে তিনটার দিকে ১৪/১৫ জনের একটি ডাকাত দল প্রথমে রাজিব চন্দ্র বিশ্বাসের বাড়িতে হানা দেয়। পরে ভবের চন্দ্র বিশ্বাস ও সুমন চন্দ্র বিশ্বাসের ঘরে প্রবেশ করে দুই লাখ টাকা, ৪ ভরি স্বর্ণলঙ্কার, মোবাইলসেটসহ প্রয়োজনীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় গ্রামের লোকজন টের পেয়ে এগিয়ে এলে ককটেল বিস্ফোরণ করে। এ সময় ডাকাতদের প্রতিহতকালে শিউলী রানী, অজয় বিশ্বাস, শিল্পী রানী, অপু বিশ্বাস, দিগন্ত বিশ্বাস, শান্ত বিশ্বাস ও রাজিব চন্দ্র বিশ্বাস নামের ৮জনকে কুপিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
×