ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ডিপিএলের দলবদল সম্পন্ন

প্রকাশিত: ১০:৪৬, ৬ মার্চ ২০২০

 বঙ্গবন্ধু ডিপিএলের দলবদল সম্পন্ন

স্পোর্টস রিপোর্টার ॥ ৩ দিনব্যাপী ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) দলবদল সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। শেষদিন সিলেটে ওয়ানডে সিরিজ খেলতে যাওয়া জাতীয় দলের ক্রিকেটারদেরও দলবদল হয়। এছাড়া মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) কার্যালয়ে হয়েছে ক্রিকেটারদের দলবদল। সবমিলিয়ে শেষদিন ৬৩ ক্রিকেটার দল বেছে নিয়েছেন। ৩ দিনে ১২টি ক্লাবে সর্বমোট ১৩৭ ক্রিকেটার দল বেছে নিয়েছেন। উল্লেখ্য, এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ডিপিএল নামে দেশসেরা এই আসর শুরু হবে ১৫ মার্চ। সিলেটে জাতীয় দলের দলবদলের দিকেই নজর ছিল সবার। যদিও আগেই জানা গিয়েছিল দেশসেরা ক্রিকেটাররা কোন ক্লাবের হয়ে এবার বঙ্গবন্ধু ডিপিএলে খেলবেন। আনুষ্ঠানিকতা সেরেছেন তারা এদিন। মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ আবাহনী লিমিটেডে স্বাক্ষর করেন। মাহমুদুল্লাহ রিয়াদ গাজী গ্রুপ ক্রিকেটার্সে, মেহেদী হাসান মিরাজ খেলাঘর সমাজকল্যাণ সমিতি, আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম লিজেন্ডস অব রূপগঞ্জ, মাশরাফি বিন মর্তুজা ও এবাদত হোসেন চৌধুরী শেখ জামাল, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মিঠুন প্রাইম ব্যাংকে নাম লিখিয়েছেন। শেষদিন দল পেয়েছেন তুষার ইমরান। তাকেসহ মোট ১২ জনকে দলে ভিড়িয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ওল্ড ডিওএইচএসও এদিন ১২ ক্রিকেটারকে দলে নিয়েছে। শাইনপুকুর ক্রিকেট ক্লাবও শেষদিন ১২ ক্রিকেটারকে নিয়ে দলগঠন সম্পন্ন করে।
×