ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সব হারিয়ে চোখে অন্ধকার দেখছেন বিলকিস বানু

প্রকাশিত: ০৯:০৫, ৩ মার্চ ২০২০

সব হারিয়ে চোখে অন্ধকার দেখছেন বিলকিস বানু

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ঘিরে দেশটির রাজধানী নয়াদিল্লী এখন রক্তস্নাত। মুসলিমবিদ্বেষী হিংসার দাবানলে ক্ষতিগ্রস্ত দিল্লীর শিব বিহার এলাকায় এখনও বিরাজ করছে শ্মশানের নিস্তব্ধতা। উন্মত্ত উগ্র হিন্দুত্ববাদীদের সোমবারের হামলার কথা মনে করে এখন ডুকরে কেঁদে উঠছেন ৬০ বছর বয়সী বিলকিস বানু। আক্রমণকারীরা যখন তেড়ে আসে, সেই সময় তিনি বাড়িতেই ছিলেন। ৩৫ বছর ধরে ওই বাড়িতেই থাকেন বিলকিস বানু। দোতলা বাড়ির নিচতলার একটি কক্ষে ছিল তাদের দোকান। সেদিনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এই বৃদ্ধা বলেন, ‘আগুনে সব কিছু জ্বলছিল, সব কিছু...। আমি প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে যাই... তবে পড়ে যাই। উন্মত্ত জনতা আমাকে ধরে ফেলেছিল। হামলাকারীরা সর্বত্র দৌড়ে বেড়াচ্ছিল। বাড়িঘর, দোকানপাটে আগুন ধরিয়ে দিচ্ছিল। আমি হামাগুঁড়ি দিয়ে পালাতে যাই। আমার বড় ছেলে ইউসুফ (৪২) আমাকে খুঁজে পায়। তারপর ভিড়ের বাইরে টেনে নিয়ে আসে। পরে আমরা একটি নিরাপদ স্থানের দিকে ছুটে পালাই।’ –এনডিটিভি
×