ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুরস্কের ড্রোন হামলায় ১৯ সিরীয় সৈন্য নিহত

প্রকাশিত: ০৯:০০, ৩ মার্চ ২০২০

তুরস্কের ড্রোন হামলায় ১৯ সিরীয় সৈন্য নিহত

সিরিয়ার ইদলিব প্রদেশে তুরস্কের ড্রোন হামলায় ১৯ সিরীয় সৈন্য নিহত হয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে। সিরিয়ার একটি সামরিক বহর ও সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ওই ড্রোন হামলাগুলো চালানো হয়। তুরস্ক রবিবার সিরিয়ার দুটি যুদ্ধবিমানও গুলি করে ভূপাতিত করেছে। বিবিসি। সিরিয়ার সরকারের পক্ষে রাশিয়া সর্তক করে বলেছে, তারা সিরিয়ার আকাশসীমায় তুরস্কের আকাশযানের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। গত সপ্তাহে ইদলিবে সিরিয়ার বিমান হামলায় তুরস্কের ৩৪ সৈন্য নিহত হওয়ার পর থেকে সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জেরে ইদলিবে তুরস্কের সঙ্গে সিরিয়ার প্রধান সামরিক মিত্র রাশিয়ার বড় ধরনের সংঘাত বেঁধে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। ইদলিবে তুরস্কের সেনা ও তুরস্কপন্থী সিরীয় বিদ্রোহীরা সিরিয়ার সরকারী বাহিনীর সঙ্গে লড়াই করছে। তুরস্কের ভূপাতিত করা সিরিয়ান দুই যুদ্ধবিমানের পাইলট প্যারাস্যুট যোগে নিরাপদে নেমে গেছেন বলে জানিয়েছে রয়টার্স। এদিকে সিরিয়া তুরস্কের তিনটি ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসএএনএ জানিয়েছে, উত্তরপশ্চিমে নিজেদের আকাশসীমা বন্ধ করছে সিরিয়া এবং ওই সীমা লঙ্ঘনকারী যে কোন আকাশযানকে ‘শত্রুর পক্ষের আকাশযান বিবেচনা করে ভূপাতিত করবে’। বিদ্রোহীদের পক্ষে থাকা তুরস্ক জানিয়েছে, তারা সিরিয়ার এয়ার ডিফেন্স ও বহু ট্যাঙ্কের ওপরও হামলা চালিয়েছে। এই অভিযানকে ‘স্প্রিং শিল্ড’ নাম দিয়েছে তুরস্ক। সেখানে তারা রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে চায় না বলে জোরালোভাবে জানিয়েছে।
×