ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মহাখালীতে ছুরিকাঘাতে ছাত্র খুন

প্রকাশিত: ১১:৪৪, ১ মার্চ ২০২০

মহাখালীতে ছুরিকাঘাতে ছাত্র খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসার এক ছাত্র খুন হয়েছে। এদিকে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাফি আহমেদ শিপু (২২) নামে এক ছাত্র খুন হয়েছে। তিনি মাদ্রাসার পড়াশোনার পাশাপাশি ছোট একটি ফোন-ফ্যাক্সের দোকান চালাতেন। নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। তিনি মহাখালী হাজারী বাড়ি এলাকায় থাকতেন। এদিকে রাজধানীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার গভীর রাতে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের মাথায় রেললাইন পার হচ্ছিলেন তৌহিদুল ইসলাম (২৩) নামে এক যুবক। এ সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কলকাতায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জনকণ্ঠ ডেস্ক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং তারই দৌহিত্র সায়মা ওয়াজেদ হোসেন কলকাতায় বেকার হোস্টেলে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার কলকাতায় বেকার হোস্টেলে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শ্রদ্ধা নিবেদন করেন। খবর বাসসর। মুজিববর্ষ উদ্যাপনের প্রাক্কালে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শেখ রেহানা এবং সায়মা ওয়াজেদ হোসেন কলকাতায় যান। বাংলাদেশ জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে ২০২০ থেকে ২০২১ সালকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছে। আগামী ১৭ মার্চ থেকে জন্মশতবার্ষিকী উদ্যাপন শুরু হবে। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৪২ সালে কলকাতার ইসলামিয়া কলেজে অধ্যায়নকালে আবাসিক ছাত্র হিসেবে বেকার হোস্টেলের ২৪ নম্বর রুমে থাকতেন।
×