ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কাতারে মার্টেন্সের দাপুটে সূচনা

প্রকাশিত: ০৯:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২০

 কাতারে মার্টেন্সের দাপুটে সূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ কাতার ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন এলিস মার্টেন্স। যে কারণে ফেবারিটের তকমাটা গায়ে মেখেই দোহার এই টুর্নামেন্টের মিশন শুরু করেন তিনি। নিজের প্রথম ম্যাচেও সেটা প্রমাণ করেছেন বেলজিয়ামের এই তারকা খেলোয়াড়। রবিবার প্রথম পর্বের ম্যাচে টুর্নামেন্টের ১৬তম বাছাই রীতিমতো উড়িয়েই দেন ওয়াং কিয়াংকে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন এলিস মার্টেন্স এদিন ৬-১ এবং ৬-২ গেমে ওয়াং কিয়াংকে পরাজয়ের স্বাদ উপহার দিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। মার্টেন্সের সহজ জয়ের দিনে প্রথম রাউন্ডের বাধা পেরুতে ঘাম ঝরেছে গারবিন মুগুরুজা এবং জেলেনা ওস্টাপেঙ্কোর। দুইবারের গ্র্যান্ডস্লামজয়ী মুগুরুজা প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিলেন দারিয়া কাসাতকিনার। রাশিয়ান তারকাকে হারাতে এদিন তার সময় লাগে দুই ঘণ্টা ৪৯ মিনিট। স্প্যানিশ টেনিস তারকা এদিন ৭-৫, ৫-৭ এবং ৬-৩ ব্যবধানে পরাজিত করেন কাসাতকিনাকে। নতুন বছরের শুরুটা বেশ ভালই করেছিলেন মুগুরুজা। দুর্দান্ত খেলেই মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনালের টিকেট কেটেছিলেন তিনি। কিন্তু শিরোপার লড়াইয়ে সোফিয়া কেনিনের কাছে হেরে যান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। সেই পরাজয় থেকে শিক্ষা নিয়েই কাতার ওপেনের মিশন শুরু করেন বর্তমানে ১৬ নম্বরে থাকা এই স্প্যানিশ টেনিস তারকা। কষ্টের জয়ে প্রথম রাউন্ডের বাধা অতিক্রম করেছেন জেলেনা ওস্টাপেঙ্কোও। প্রথম রাউন্ডের ম্যাচে সোমবার লাটভিয়ার এই তারকা খেলোয়াড় ৭-৫, ২-৬ এবং ৭-৫ ব্যবধানে পরাজিত করেন জিল টিচম্যানকে। ২০১৭ সালে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হয়েছিলেন ওস্টাপেঙ্কো।
×