ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক অনিশ্চয়তায় পড়তে পারে মালয়েশিয়া

পদত্যাগ করলেন মাহাথির

প্রকাশিত: ০৭:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২০

 পদত্যাগ করলেন মাহাথির

মালয়েশিয়ায় একটি নতুন সরকার গঠনের পথ প্রশস্ত করতে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সোমবার পদত্যাগ করেছেন। রবিবার রাতে মাহাথির মোহাম্মদের দল নতুন একটি সরকার গঠনের পরিকল্পনা করছে এমন ঘোষণার পর মাহাথির সোমবার এ ঘোষণা দেন। নতুন সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে চলছেন মাহাথিরের উত্তররসূরি আনোয়ার ইব্রাহিম। রয়টার্স। মাহাথিরের দল প্রিবুমি বারসাতু ইতোমধ্যে বর্তমান পাকাতান হারাপান জোট থেকে বের হয়ে গেছে। বয়োবৃদ্ধ ওই দুই প্রতিদ্বন্দ্বী দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। মাহাথিরের বর্তমান বয়স ৯৪ ও আনোয়ারের ৭২ বছর বয়স। এই দুইজনই দেশটির রাজনীতিতে সর্বশেষ আলোচিত অধ্যায়। মাহাথির বলেন, ‘আনোয়ার ইব্রাহিমই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলছেন।’ আনোয়ার ও মাহাথির যৌথভাবে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ইউএমএনওর নেতৃত্বাধীন বারিসান ন্যাশনাল জোটকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে। জোটটি দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে অন্তত ছয় দশক ধরে ক্ষমতার মসনদে টিকে ছিল। সেবার নির্বাচনে বিজয়ের মাধ্যমে আনোয়ার ও মাহাথিরের জোট তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে সক্ষম হয়। তবে পাকাতন হারাপন বা এলায়েন্স অব হোপের মধ্যে ক্রমশই উত্তেজনা বেড়ে চলছে। কারণ মাহাথির এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি আনোয়ার ইব্রাহিমের নিকট তার ক্ষমতা হস্তান্তর করবেন। অন্যদিকে আনোয়ারের রাজনৈতিক সহকর্মী মোহাম্মদ আজমিন আলির সঙ্গে তার বৈরী সম্পর্ক ছিল। অর্থমন্ত্রী আজমিন রবিবার রাতের ওই বৈঠকে উপস্থিত ছিলেন। মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রথম দফায় প্রধানমন্ত্রী থাকাকালীন আনোয়ার ইব্রাহিম তার উপ-প্রধানমন্ত্রী ছিলেন। তবে দেশের অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা নিয়ে মতনৈক্য সৃষ্টি হলে মাহাথির আনোয়ারকে ১৯৯৮ সালে পদত্যাগে বাধ্য করেন। এরপর সমকামিতার অভিযোগে আনোয়ার দীর্ঘদিন কারাভোগ করেন। পাকাতান হারাপান (পিএইচ) জোটের অনেক সংসদ সদস্য পার্লামেন্ট থেকে পদত্যাগ করার পর মাহাথির পদত্যাগ করেন। মাহাথিরের দল পার্টি প্রিবুমি বারসাতু মালয়েশিয়ার (পিপিবিএম) ২৬ জন সংসদ সদস্য এদিন জোট থেকে বের হওয়ার ঘোষণা দেন। এ সময় আনোয়ারের দল পার্টি খেদিলান রাকায়াতের (পিকেধার) ১১ সাংসদ জোট থেকে বের হয়ে স্বাধীন প্যানেল করার ঘোষণা দেন। বর্তমান সরকারকে পুরোপুরি ব্যর্থ করে দিতে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা পিএইচ ত্যাগ করে। ধারণা করা হচ্ছে, ২০২৩ সালের নির্বাচনের আগে ৯৪ বছর বয়সী মাহাথিরে স্থলভিষিক্ত হতে পারেন আনোয়ার। ‘পার্লামেন্টে মাহাথিরের এখনও সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই ওই পদত্যাগপত্র প্রত্যাহার করা হতে পারে।’ তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, এদিন বেলা আড়াইটার দিকে রাজার সঙ্গে আনোয়ার ইব্রাহিম সাক্ষাত করেছেন। কাজেই মাহাথিরের পদত্যাগপত্র গ্রহণ করা হতেও পারে, আবার না হতেও পারে। এদিকে মাহাথির মোহাম্মদ সোমবার বিকেল পাঁচটার দিকে রাজার সঙ্গে সাক্ষাত করতে পারেন বলে জানা গেছে। এছাড়া তিনি ইতোমধ্যে পিপিবিএম’র চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেছেন। পিএইচের অন্য আরেকটি সূত্র বলছে, রবিবার রাতে প্রাসাদে মাহাথিরের স্বপক্ষে সব কিছুই ঘোষণা করা হয়েছে। নতুন একটি জোট গঠনের জন্য অন্তত ১১২ জন সংসদ সদস্য দরকার, আর পার্লামেন্টে নতুন সরকার গঠনের জন্য দরকার ২২২ আসন।
×