ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের সমর্থন পাওয়াই মূল লক্ষ্য

আজ ভারত সফরে আসছেন ট্রাম্প

প্রকাশিত: ১১:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 আজ ভারত সফরে আসছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার প্রথমবারের মতো ভারত সফর শুরু করছেন। তিনি হচ্ছেন ভারত সফর করা সপ্তম আমেরিকান প্রেসিডেন্ট। তার এই সফরকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের ভোট টানার কৌশল হিসেবে দেখা হচ্ছে। খবর বিবিসি অনলাইনের। তিনি ভারতের তিনটি জায়গায় যাবেন। এর মধ্যে রয়েছে রাজধানী দিল্লী, আগ্রা ও আহমেদাবাদ। আগ্রায় তিনি তাজমহল পরিদর্শন করবেন। গুজরাটের প্রধান শহর আহমেদাবাদে তিনি এক লাখ লোকের সামনে ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে। ওই ইভেন্টের নাম দেয়া হয়েছে ‘নমস্তে ট্রাম্প’। গতবছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় হিউস্টনে তাকে ‘হাউডি মোদি’ সম্মান দেয়ার জবাবেই ট্রাম্পকে আহমেদাবাদে ‘নমস্তে ট্রাম্প’ সম্মান দেয়া হবে। হিউস্টনে যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫০ হাজার ভারতীয়র সামনে মোদি ও ট্রাম্প বক্তৃতা করেছিলেন। তবে এসব সফর শুধুমাত্র নাটকীয় ও বায়বীয় নয়। এসব সফর আমেরিকান নেতাদের ভারতে সাধারণ পদ্ধতির পরিবর্তন করতে বাধ্য করার মতো বিষয়ও রয়েছে। ট্রাম্পের এই সফর তাকে আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রে ২৪ লাখ ভারতীয়-আমেরিকান ভোটারের সমর্থন পেতে সাহায্য করবে। এর সঙ্গে রয়েছে শক্তিশালী ও কৌশলগত সম্পর্ক স্থাপন। তার সফরের সময় অল্প কিছু দ্বিপক্ষীয় চুক্তির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাণিজ্যসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে মার্কিন ও ভারতীয় প্রতিনিধিদের মধ্যে আলোচানার কথা রয়েছে। এদিকে ভারত সফরে রাজকীয় অভ্যর্থনা পাবেন মার্কিন ট্রাম্প। এই সফরে তিনি সপরিবারে উঠবেন দিল্লীর বিলাসবহুল আইটিসি মৌর্য হোটেলে। বিদেশী অতিথিদের জন্য সাধারণত এই হোটেলেই থাকার ব্যবস্থা করে ভারত সরকার। ট্রাম্পকে আপ্যায়নের দায়িত্ব দেয়া হয়েছে এই বিলাসবহুল হোটেলকে। সেখানে সকাল, দুপুর এবং রাতের খাবার সোনা ও রুপার মিশ্রণে তৈরি থালায় সারবেন তিনি। ট্রাম্পকে স্বাগত জানাতে ইতোমধ্যে সেজে উঠেছে আইটিসি মৌর্য। ভারতীয় ঐতিহ্য মেনে আল্পনার রঙে সেজেছে এই হোটেল। শাড়ি পরে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন হোটেলের নারী কর্মীরা। লবির সাজসজ্জাতেও রয়েছে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। ব্যবহার করা হবে হাতির মূর্তি, ভারতীয় সংস্কৃতির বিভিন্ন ছবি। ট্রাম্পের খাওয়া দাওয়ার জন্য রয়েছে এলাহী আয়োজন। ‘বুখারা’ রেস্তরাঁর এক্সিকিউটিভ শেফ বিশেষ মেনু তৈরি করছেন। মেনুতে রয়েছে ট্রাম্প প্ল্যাটার, থাকবে ভারতীয় খাবার এবং মিষ্টি। এছাড়া ট্রাম্পের প্রিয় খাবার বেকন এ্যান্ড এগস, ডায়েট কোক ও চেরি ভ্যনিলা আইসক্রিম।
×