ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওয়েলিংটনে কঠিন চাপে ভারত

প্রকাশিত: ১১:৩৩, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 ওয়েলিংটনে কঠিন চাপে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়ার মানসিকতার জন্য ক্রিকেটে অস্ট্রেলিয়াকে বলা হয় ‘অদম্য’। প্রতিবেশী নিউজিল্যান্ডও ধীরে ধীরে সেটি রপ্ত করেছে। বিশ্বকাপে না হেরেও হারা সেই ফাইনালের পর ঘরের মাটিতে ভারতের কাছে টি২০ সিরিজে ৫-০তে হোয়াইটওয়াশ হয়েছিল কিউইরা। ৩-০ ব্যবধানে ওয়ানডে জয়ের পথে প্রতিশোধে সময় নেয়নি ব্ল্যাক-ক্যাপস শিবির। প্রথম টেস্টেও চলছে কেন উইলিয়ামসনদের দাপট। প্রতিপক্ষকে ১৬৫ রানে গুটিয়ে দেয়ার পর প্রথম ইনিংসে ৩৪৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ১৮৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। রবিবার তৃতীয়দিন শেষে ৪ উইকেট হারিয়ে কোহলিদের সংগ্রহ ১৪৪। ইনিংস হার এড়াতে চাই আরও ৩৯ রান। অজিঙ্কা রাহানে ২৫ ও হনুমা বিহারি ১৫ রান নিয়ে ক্রিজে আছেন। সবমিলিয়ে তিনদিনেই ভারতকে কোণঠাসা করে কিংবদন্তিতুল্য রস টেইলরের শততম টেস্টে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। বেসিন রিজার্ভে রবিবার ৫ উইকেটে ২১৬ রান নিয়ে শুরু করা নিউজিল্যান্ডের দিনের শুরুটা অবশ্য ভাল ছিল না। জাসপ্রিত বুমরাহর করা দিনের প্রথম বলেই কট বিহাইন্ড হয়ে ফেরেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিজে ওয়াটলিং। তবে লোয়ার-অর্ডারের দারুণ ব্যাটিংয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। অষ্টম উইকেটে ৭১ রানের জুটিতে দলের স্কোর তিন শ’র কাছাকাছি নিয়ে যান আগের দিনের অপরাজিত কলিন ডি গ্র্যান্ডহোম ও অভিষিক্ত কাইল জেমিসন। প্রথমদিন বল হাতে ভারতকে কাঁপিয়ে দেয়া জেমিসন ৪ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৪৪ রানে ফিরলে ভাঙ্গে এ জুটি। ডি গ্র্যান্ডহোম করেন ৪৩ রান। দু’জনই রবিচন্দ্রন অশ্বিনের শিকারে পরিণত হন। শেষদিকে ২৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রান করেন ট্রেন্ট বোল্ট। বোল্টকে ফিরিয়ে ইশান্ত শর্মা ইনিংসে তার পঞ্চম শিকার পূর্ণ করেন। টেস্টে এটি তার ১১তম ৫ উইকেট। টেস্ট ক্যারিারে তিন শ’ উইকেটের এলিট ক্লাব থেকে মাত্র ৩ উইকেট দূরে আছেন দীর্ঘদেহী এ পেসার। বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পৃথ্বী শ’কে (১৪) হারায় ভারত। সেই ধাক্কা কিছুটা সামাল দেন মায়াঙ্ক আগারওয়াল ও চেতেশ্বর পুজারা। ৮১ বলে ১১ রানে পুজারা বোল্ড হন তিনি চা-বিরতির ঠিক আগের বলে। শেষ সেশনে কোহলিকেও ফেরান বোল্ট। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ ইনিংসে সেঞ্চুরির দেখা না পাওয়া ভারত অধিনায়ক এবার সাজঘরে ফেরেন ১৯ রানে। ৭ চার ও ১ ছক্কায় ৫৮ রান করা ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে থামিয়েছেন টিম সাউদি। পঞ্চম উইকেটে ৩১ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন রাহানে ও বিহারি। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস- ১৬৫/১০ (৬৮.১ ওভার; পৃথ্বী ১৬, মায়াঙ্ক ৩৪, পুজারা ১১, কোহলি ২, রাহানে ৪৬, বিহারি ৭, পন্থ ১৯, অশ্বিন ০, ইশান্ত ৫, শামি ২১, বুমরাহ ০*; সাউদি ৪/৪৯, বোল্ট ১/৫৭, জেমিসন ৪/৩৯) ও দ্বিতীয় ইনিংস- ১৪৪/৪ (৬৫ ওভার; পৃথ্বী ১৪, মায়াঙ্ক ৫৮, পুজারা ১১, কোহলি ১৯, রাহানে ২৫*, বিহারি ১৫*; সাউদি ১/৪১, বোল্ট ৩/২৭)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ৩৪৮/১০ (১০২.২ ওভার; লাথাম ১১, ব্লান্ডেল ৩০, উইলিয়ামসন ৮৯, টেইলর ৪৪, নিকোলস ১৭, ওয়াটলিং ১৪, ডি গ্র্যান্ডহোম ৪৩, সাউদি ৬, জেমিসন ৪৪, এজাজ ৪*, বোল্ট ৩৮ ; বুমরাহ ১/৮৮, ইশান্ত ৫/৬৮, অশ্বিন ৩/৯৯)। ** তৃতীয়দিন শেষে
×