ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীল পাসপোর্টে ফিরছে ব্রিটেন

প্রকাশিত: ০৮:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০২০

নীল পাসপোর্টে ফিরছে ব্রিটেন

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ত্যাগের পর প্রায় তিন দশকের মধ্যে প্রথমবারের জন্য আগামী মাসে নীল পাসপোর্ট ইস্যু করবে ব্রিটেন। শনিবার সরকার এ কথা জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রক্তবর্ণ পাসপোর্টের বদলে আগামী মাসের প্রথমদিকে নতুন নীল কাভারের পাসপোর্ট ইস্যু ও প্রদান করা হবে। ১৯৮৮ সালে রক্তবর্ণের পাসপোর্ট চালু হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন, আমাদের জাতীয় পরিচয় পুনরুদ্ধার ও বিশ্বে নতুন পথ নির্মাণে ইইউ ত্যাগ আমাদের একটি অপূর্ব সুযোগ দিয়েছে। তিনি আরও বলেন, মর্যাদাশীল নীল ও সোনার ডিজাইনে ফিরে ব্রিটিশ পাসপোর্ট আরও একবার আমাদের জাতীয় পরিচয়ের সঙ্গে মিশে যাবে এবং আমি এই পাসপোর্টে ভ্রমণ করতে আর অপেক্ষা করতে পারছি না। জাতীয় পরিচয় পুনরুদ্ধার করতে সরকার ২০১৭ সালে ঐতিহ্যবাহী নীল পাসপোর্টে ফিরে যাওয়ার ঘোষণা দেয়।-টিআরটি ওয়ার্ল্ড নাইজারে ১২০ সন্ত্রাসী হত্যা নাইজিরিয়া ও ফ্রান্সের সেনাদের যৌথ অভিযানে দক্ষিণ-পশ্চিম নাইজারে অন্তত ১২০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। এ সময় সন্ত্রাসীদের বোমা বানানোর সরঞ্জাম এবং যানবাহন জব্দ করা হয়েছে। নাইজিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, মালি এবং বুরকিনা ফাসোর সীমান্তের কাছে টিলাবেরি এলাকায় ২০ ফেব্রুয়ারি ব্যাপক অভিযান চালিয়ে ‘১২০ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। -এএফপি
×