ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এয়ারলাইন্সগুলোর ৩ হাজার কোটি ডলার ক্ষতির শঙ্কা

প্রকাশিত: ০৮:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০২০

এয়ারলাইন্সগুলোর ৩ হাজার কোটি ডলার ক্ষতির শঙ্কা

চীনের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের এয়ারলাইন্সগুলো এ বছর ২ হাজার ৯৩০ কোটি ডলারের মতো হারাতে যাচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক একটি সংস্থা। প্রাণঘাতী কভিড-১৯ এর কারণে এক দশকের মধ্যে চলতি ২০২০ সালে বিমান যাতায়াতে চাহিদাও কমবে বলে ধারণার কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশন (আইএটিএ)। ভাইরাসের কারণে চীন ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এয়ারলাইন্সগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বলেও অনুমান তাদের। ফ্লাইট সংখ্যা কমাতে এয়ারলাইন্সগুলো বাধ্য হওয়ায়, তা তাদের আয়ে প্রভাব ফেলছে। সংস্থাটি বলছে, ২০২০ সালে কেবল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এয়ারলাইন্সগুলোর আয়ই কমবে দুই হাজার ৭৮০ কোটি ডলার, এশিয়ার বাইরের এয়ারলাইন্সগুলো হারাবে দেড় শ’ কোটি ডলার। আইএটিএ’র অনুমান, চীনের এয়ারলাইন্সগুলো এ বছর তাদের দেশের ভেতরই এক হাজার ২৮০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হবে। ‘এয়ারলাইন্সগুলোকে তাদের ধারণক্ষমতা ও কোন কোন ক্ষেত্রে রুট কমানোর মতো জটিল সব সিদ্ধান্ত নিতে হচ্ছে। -বিবিসি
×