ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভারত সাধারণ মানুষের, কোন নেতার নয় ॥ অরুন্ধতী

প্রকাশিত: ০৮:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০২০

ভারত সাধারণ মানুষের, কোন নেতার নয় ॥ অরুন্ধতী

বুকারজয়ী ভারতীয় লেখক ও মানবাধিকার কর্মী অরুন্ধতী রায় বলেছেন, ‘এই দেশ আমার, আমাদের মতো সাধারণ মানুষের। কোন নেতার নয়। আমাকে নিয়ে সমালোচনা করলে অসুবিধা নেই। অসুবিধা অন্য জায়গায়। যেমন- দিল্লীতে আমার বইপ্রকাশ অনুষ্ঠান ছিল। জানতাম হামলা হবে, মঞ্চ ভেঙ্গে দেয়া হবে। অথচ এই নেতারাই টিকেট পেয়ে ভোটে লড়তে যান। ওড়িশা, ঝাড়খ-, কাশ্মীর, উত্তরপ্রদেশ, দিল্লীর মানুষ ভীত। তারপরও মানুষ এগিয়ে আসছেন, প্রতিবাদ করছেন, সেটা বড় বিষয়।’ আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেছেন। শুক্রবার সাক্ষাতকারটি প্রকাশিত হয়েছে। সাক্ষাতকারে হুমকির বিষয়ে অরুন্ধতী রায় বলেন, ‘হুমকি সব সময় থাকে। এখন লেখককে প্রতিটি শব্দ লেখার আগে বার বার ভাবতে হচ্ছে। বাকস্বাধীনতা নেই। এতে সংস্কৃতির ক্ষতি হচ্ছে, মুক্তচিন্তা থমকে যাচ্ছে। লেখক হিসেবে আমাদের কাজ প্রশ্ন করে তাতিয়ে তোলা, যে কোন বিষয় নিয়ে কাটাছেঁড়া করা। অথচ সবকিছু পেছন দিকে ঠেলে দেয়া হচ্ছে। বিজ্ঞানীই হোন বা অন্য পেশার মানুষ, বোকার মতো কথা বলছেন।’ ‘আজাদি’ লেখা পোস্টার হাতে দাঁড়ানোয় একটি মেয়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলার বিষয়ে তিনি বলেন, ‘কেউ বলছেন, প্রতিবাদীদের গুলি করে মারতে। কেউ বলছেন, পোশাক দেখে চেনা যায়। কেউ বলছেন, পাকিস্তানে চলে যাও। উত্তরপ্রদেশে প্রতিবাদ হচ্ছিল, মুখ্যমন্ত্রী বললেন, প্রতিশোধ নেয়া হবে। তিনি বলেন, ভারতের যেখানে বিজেপির শাসন, সেখানে গুজরাট তৈরি করতে চাওয়া হচ্ছে। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি, প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। এখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৌশলটা এ রকম: একজন আক্রমণাত্মক হয়ে বলবেন, অন্য জন চুপ। এখনও সেটাই হচ্ছে। -ওয়েবসাইটের
×