ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মোহামেডানকে হারিয়ে জয়ের ধারায় সাইফ স্পোর্টিং

প্রকাশিত: ১০:০৩, ১৮ ফেব্রুয়ারি ২০২০

 মোহামেডানকে হারিয়ে জয়ের ধারায়  সাইফ স্পোর্টিং

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের চেয়ে নামের ভারে ও ঐতিহ্যে বহু যোজন ব্যবধানে এগিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। কিন্তু গত বেশ কয়েক বছর ধরেই সাদা-কালো খ্যাত মোহামেডান আর আগের সেই মোহামেডান নেই। এখন তারা আর লীগে শিরোপা জেতার জন্য দল গড়ে না, দল গড়ে অবনমন এড়াতে। তারা এখন অতীতের সেই ঐতিহ্যের কঙ্কালমাত্র। সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলেও দেখা গেছে তাদের সেই পুরনো চালচিত্রই, হেরে গেছে তারা সাইফের কাছে ০-১ গোলে। লীগে এটা তাদের প্রথম হার। তাও আবার নিজেদের হোম ভেন্যু ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে। পক্ষান্তরে মোহামেডানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় কুড়িয়ে নিল শিরোপা প্রত্যাশী সাইফ। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে পৌঁছে গেল জামাল ভুঁইয়ার দল। নিজেদের নামের মতোই সাদা-কালো হয়ে গেছে মোহামেডানের মাঠের পারফর্মেন্স। চলতি মৌসুম শুরুর আগেই ক্যাসিনোকান্ডে বিপর্যস্ত হয় ক্লাবটি। শেষ পর্যন্ত সাবেকদের হস্তক্ষেপে মোটামুটি মাঝারি শক্তির একটি দল গড়ে মোহামেডান। এমনকি নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেও যায় তারা, ক্যাসিনোকান্ডে আরেক বিপর্যস্ত ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে। ঢাকার বাইরেও জয় নিয়েই মাঠ ছাড়বে এমনটাই প্রত্যাশা ছিল সমর্থকদের। কিন্তু নিজেদের ঘর থেকে মোহামেডানকে একটি পয়েন্টও নিতে দেয়নি সাইফ। সোমবারের খেলায় অবশ্য হারলেও অত সহজে সাইফকে জিততে দেয়নি মোহামেডান। লড়াই করেছে সমানতালে। তবে সুযোগ কাজে লাগিয়ে ঠিকই জয়সূচক গোল আদায় করে নেয় সাইফ। কিন্তু খেলার শুরুর দিকেই গোল করতে পারত মোহামেডানই। ১৪ মিনিটে বক্সের খুব কাছে ফ্রি কিক পায় তারা। কিন্তু নাইজিরিয়ান মিডফিল্ডার ওগোছোকুর স্পট কিক ফিস্ট করেন সাইফ গোলরক্ষক। পরের মিনিটেই আরও একটি সুযোগ হাতছাড়া হয় তাদের। ছোট বক্স থেকে সোলেমান দিয়াবাতের হেড সামান্যর জন্য জড়ায়নি জালে। প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই গোল করে এগিয়ে যায় অতিথি দল সাইফ। ৫৬ মিনিটে বাঁপ্রান্ত থেকে কিরগিজ মিডফিল্ডার আখমেদভের ফ্রি কিক ছোট বক্সের কাছ থেকে চমৎকার হেডে জালে পাঠান ফরোয়ার্ড ইয়াসির আরাফাত (১-০)। ৬১ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ হাতছাড়া করে মোহামেডান। সুলেমান দিয়াবাতে বল নিয়ে বক্সে ঢুকেও লক্ষ্যে রাখতে পারেননি। ইনজুরি টাইমে নাইজিরিয়ার ডিফেন্ডার স্ট্যানলি আমাদির শরীর ঘুরিয়ে নেয়া শট পোস্টের বাইরে দিয়ে গেলে হার নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। দুই ম্যাচে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে ফেডারেশন কাপ রানার্সআপ রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়েছিল সাইফ স্পোর্টিং।
×