ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিমত কোচ রবি শাস্ত্রীর

‘টেস্টে চেনা ভারতকে দেখবে বিশ্ব’

প্রকাশিত: ০৯:৫০, ১৭ ফেব্রুয়ারি ২০২০

  ‘টেস্টে চেনা ভারতকে দেখবে বিশ্ব’

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডে বিরাট কোহলিদের শুরুটা ছিল স্বপ্নকেও ছাড়িয়ে যাওয়ার মতো। টি২০তে প্রথম কোন দল হিসেবে কিউইদের ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে ভারত। কিন্তু ওয়ানডে সিরিজেই হোঁচট খায় সফরকারীরা, উল্টো হোয়াইটওয়াশ ৩-০ ব্যবধানে। টি২০তে ৫-০ ব্যবধানে জিতলেও দুটি ম্যাচের ফয়সালা হয়েছিল সুপার ওভারে, একটিতে জয় মাত্র ৭ রানে। এরপর ওয়ানডেতে এভাবে বিধ্বস্ত হওয়ায় প্রশ্ন উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে এখন পর্যন্ত অপরাজিত থাকা মোড়ল দেশটি কী এবার চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে? বিশ্ব ক্রিকেটে ক্রমশ অদম্য হয়ে ওঠা ব্ল্যাক-ক্যাপসরা কি কোহলিদের নাড়িয়ে দেবে? প্রধান কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, টি২০-ওয়ানডে এখন অতীত, টেস্ট চ্যাম্পিয়নশিপে তার দল সেরাদের মতোই খেলবে। নিউজিল্যান্ড সফরে কিউইদের সঙ্গে দুই টেস্টের সিরিজে মুখোমুখি হবে নাম্বার ওয়ান ভারত। শুক্রবার ওয়েলিংটন টেস্ট দিয়ে শুরু মাঠের দ্বৈরথ। শাস্ত্রী বলেন, ‘লর্ডসে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দাবিদার হতে আমাদের ১০০ পয়েন্ট দরকার। বিদেশের মাটিতে ৬টির মধ্যে এই দুই টেস্টের জয় সেই পথে আমাদের আরও ভাল অবস্থানে নিয়ে যেতে পারে। নিউজিল্যান্ডে দুটি ও অস্ট্রেলিয়ায় চারটিসহ এ বছর আমরা দেশের বাইরে মোট ছয়টি টেস্ট খেলব। সুতরাং এটাই আমাদের লক্ষ্য। অন্য লক্ষ্যটি হচ্ছে- বিশ্বের এক নম্বর টেস্ট দলের মতো খেলা। টেস্ট ফরমেটে আমরা এটাই চাই।’ সাদা পোশাকে উড়তে থাকা কোহলিদের লক্ষ্য ২০২১ সালে লর্ডসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্যে পূর্ণ ১২০ পয়েন্ট অর্জন করা। সেই সঙ্গে সেরাদের মতো ক্রিকেট খেলা। যেটা তারা সম্প্রতি করে এসেছে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিক দলকে ২-০ এবং এরপর নিজ মাঠে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ এবং বাংলাদেশকে ২-০ ব্যবধানে পরাজিত করার পর ভারতীয় দল বর্তমানে পূর্ণ ৩৬০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে। এ বছর অস্ট্রেলিয়ায় বসবে টি২০ বিশ্বকাপের সপ্তম আসর, সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় তো আছেই, ভারত কোচ তাই ৫০ ওভারের ওয়ানডে ফরমেটকে ‘তুলনামূলক অপ্রাসঙ্গিক’ বলে আখ্যা দিয়েছেন। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটই অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন কোহলিদের বস। সুপার রোহিত শর্মার ইনজুরির মাঝে ভারতীয় থিঙ্কট্যাঙ্কের দুশ্চিন্তা কিছুটা কমিয়ে অবশেষে রানে ফিরেছেন মায়াঙ্ক আগারওয়াল। রবিবার নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৮১ রান। আগের ১১ ইনিংসে মায়াঙ্কের স্কোর ছিল ৮,৩২,২৯,৩৭,২৪,০,০,৩২,৩,১,১। এই রানগুলোর প্রতিটিই এসেছে নিউজিল্যান্ডে। প্রথমে ভারত ‘এ’ দলের হয়ে। সেখান থেকে রোহিতের অনুপস্থিতিতে সুযোগ পান ওয়ানডেতে। বড় রান আসেনি। তারপর প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে করেন মাত্র ১। দ্বিতীয় ইনিংসে তার ৮১ সেই কারণেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ম্যাচটা ড্র হওয়ার পর মায়াঙ্ক বলেন, ‘এখানে খেলা একটু আলাদা। তবে আমি সেইসব ব্যাপার পেছনে ফেলে এগোতে চাইছি। যা হয়েছে তা এখন অতীত। এই ৮১ রানের ইনিংস থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে টেস্টে নামতে চাইছি। যা হয়ে গেছে তা নিয়ে কথা বলে লাভ নেই। আমি তো আর সেটাকে ফিরিয়ে আনতে পারব না। আমি শুধু নিজেকে বলতে পারি যে, এখানে নটআউট ৮১ করেছি, এবার এই ছন্দেই টেস্টে ব্যাট করতে হবে।’ প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন হনুমা বিহারি। প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয় ভারত। সেখানে ১০১ রান করে অবসরে যাওয়া বিহারি জানিয়েছেন প্রয়োজনে টেস্টে ওপেন করতে প্রস্তুত তিনি। যদিও আগারওয়ালের সঙ্গে পৃথ্বী শ’ই ওপেন করবেন বলে ধারণা করা হচ্ছে। ৯৩ রান করেন চেতেশ্বর পুজারা। জবাবে ২৩৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড একাদশ। দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ৪৮ ওভারে ৪ উইকেটে ২৫২ রান করলে ম্যাচ ড্র হয়। আগারওয়াল ৮১, ঋষভ পন্থ মাত্র ৬৫ বলে করেন ৭০ রান।
×