ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস

ইয়োকোহামায় প্রমোদতরীতে আক্রান্ত আরও ৪১

প্রকাশিত: ০৭:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০২০

 ইয়োকোহামায়  প্রমোদতরীতে  আক্রান্ত  আরও ৪১

জাপানের ইয়োকোহামা বন্দরের কাছে পৃথক করে রাখা প্রমোদতরীর আরও ৪১ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এ নিয়ে প্রমোদতরীটির মোট ৬১ জনের দেহে নিউমোনিয়া সদৃশ করোনা ভাইরাসের সন্ধান মিলল। প্রায় তিন হাজার ৭০০ আরোহীর ডায়মন্ড প্রিন্সেস নৌযানটি দুই সপ্তাহ ধরেই বিচ্ছিন্ন অবস্থায় আছে। খবর বিবিসি অনলাইনের। গত মাসে জাহাজে থাকা হংকংয়ের ৮০ বছর বয়সী এক ব্যক্তি ভাইরাসটিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ার পর আরোহীদের পরীক্ষা শুরু হয়। ওই ব্যক্তি ২০ জানুয়ারি প্রমোদতরীটিতে উঠেছিলেন, ২৫ জানুয়ারি তিনি হংকংয়ে নেমে যান। এর কয়েকদিন পরই তার শরীরে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। সাবেক যাত্রীর অসুস্থ হওয়ার খবর পেয়ে প্রমোদতরীটির কর্মকর্তারা যাত্রীদের পরীক্ষা শুরু করেন। পরে ইয়োকোহামা বন্দরের কাছে জাহাজটিকে পৃথক করে রাখা হয়। প্রথম দফায় ১০ জন, দ্বিতীয় দফায় ১০ জনের পর পর্যবেক্ষণে থাকা শেষ ১৭১ জনের মধ্যে ৪১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো।
×