ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অধিনায়ক ডি ককের দারুণ শুরু

প্রকাশিত: ১১:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২০

অধিনায়ক ডি ককের দারুণ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দুটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা থাকলেও ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে পূর্ণকালীন অধিনায়কের মিশন শুরু করেছেন কুইন্টন ডি কক। সেখানে ব্যাটিংয়ে-নেতৃত্বে নতুন প্রোটিয়া সেনাপতির শুরুটা হয়েছে মনে রাখার মতো। কেপটাউনে পরশু বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ১০৭ রানের চমৎকার ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন ডি কক। এর চেয়ে ভাল শুরু বুঝি আর হতে পারত না। ডি ককের অবশ্য এখনই উচ্ছ্বাসে ভেসে যাওয়ার সুযোগ নেই। কারণ ঠিক একইভাবে প্রথম টেস্টে জয়ের পরও ৪-১’এ সিরিজ হেরে ওয়ানডে দল থেকেই ছিটকে গেছেন আগের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস। ডারবানে দ্বিতীয় ওয়ানডে শুক্রবার। টস হেরে ব্যাটিং নেয়া ইংল্যান্ডের শুরুটা খারাপ ছিল না। উদ্বোধনী জুটিতে ওঠে ৫১ রান। জেসন রয় (৩২) ফেরার পরই টপঅর্ডারে ধসের শুরু। একটা সময় সফরকারীদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৩১। মিডল অর্ডারে জো ডেনলি ৮৭ রানের লড়াকু এক ইনিংস উপহার দিলে লড়াই করার পুঁজি পায় সফরকারীরা। ৪০ রান আসে ক্রিস ওকসের ব্যাট থেকে। ৯১ রানের জুটি গড়ে দলের বিপদ সামলেছেন এ দু’জনই। তাদের বিদায়ের পর ইংলিশরা শেষ পর্যন্ত করতে পেরেছে ৮ উইকেটে ২৫৮ রান। প্রোটিয়াদের হয়ে ৩৮ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন স্পিনার তবারেজ শামসি। রান তাড়ায় দলকে এগিয়ে নিয়েছেন ডি ককই। শুধু নামেই যে তিনি অধিনায়ক হতে আসেননি, তার প্রমাণ দিয়েছেন ১৫তম সেঞ্চুরি হাঁকিয়ে। খেলেছেন ১০৭ রানের দায়িত্বশীল ইনিংস। টেম্বা বাভুমা অবশ্য ২ রানের আক্ষেপে পুড়েছেন। ৯৮ রানে আউট হয়েছেন তিনি। ফেরার আগে দুই ব্যাটসম্যান উপহার দিয়েছেন ১৭৩ রানের অসাধারণ জুটি। ৪৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছেন রাসি ফন ডার ডুসেন (৩৮) ও স্মুটস (৭)। এই জয়ে একটি রেকর্ডও গড়েছে প্রোটিয়ারা। এর আগে এই মাঠে ২৫৮ রানের বেশি তাড়া করে জেতেনি কোন দল। ডি ককের হাতে নেতৃত্ব তুলে দিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএ) ডিরেক্টর ও সাবেক গ্রেট অধিনয়ক গ্রায়েম স্মিথ বলেছিলেন, ‘আমরা সবাই জানি, সময়ের সঙ্গে সঙ্গে কুইন্টন কতটা মানসম্পন্ন ক্রিকেটার হয়ে উঠেছে। আমরা তার আত্মবিশ্বাস বাড়তে দেখেছি, বিশ্বের সেরা ওয়ানডে উইকেটকিপার-ব্যাটসম্যানদের একজন হতে দেখেছি। অধিনায়কের দায়িত্ব তার সেরাটা বের করে আনতে সাহায্য করবে এবং ভবিষ্যতে এমন সব ফলের দিকে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নেবে, যেটার কারণে আমরা গর্বিত হব। নতুন দায়িত্বের জন্য তাকে শুভ কামনা জানাই, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এই সিরিজেই সে ছাপ রাখবে বলে আশাকরি।’ ৯ ম্যাচে ৩ জয় নিয়ে সাত নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছিল প্রোটিয়ারা। তিন ম্যাচ সিরিজে ওয়ানডের একেবারে নতুন মুখ ছয়জন- কাইল ভেরেইন, সিসান্দা মাগালা, বিয়র্ন ফরচুন, জন-জন স্মুটস, লুথো সিপামলা, জ্যানমান মালান। তবে জোহানেসবার্গে জন্ম নেয়া ২৭ বছর বয়সী ডি ককের নেতৃত্বের শুরুটা কিন্তু হয়েছে আশাজাগানিয়া।
×