ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্মরণ সভা ও দোয়া

কৃষিবিদ মান্নান ছিলেন কৃষি পরিবারের পরম বন্ধু ॥ ড. রাজ্জাক

প্রকাশিত: ১১:২৮, ৬ ফেব্রুয়ারি ২০২০

কৃষিবিদ মান্নান ছিলেন কৃষি পরিবারের পরম বন্ধু ॥ ড. রাজ্জাক

স্টাফ রিপোর্টার ॥ কৃষি পরিবারের পরম বন্ধু ছিলেন কৃষিবিদ আব্দুল মান্নান। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য রাজনৈতিক নেতাকে হরিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়েছে একজন শক্তিশালী সংগঠককে আর কৃষক হারাল তাদের আত্মার আত্মীয়কে। বুধবার কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়ামে কৃষিবিদ মরহুম আব্দুল মান্নান স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ সব কথা বলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় কৃষিমন্ত্রী বলেন, বরেণ্য কৃষিবিদ আব্দুল মান্নান এমপির মৃত্যুতে কৃষিক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন বাংলাদেশের কৃষি পরিবারের এক পরমবন্ধু। এদেশের কৃষি, কৃষক ও কৃষিবিদদের পক্ষের একজন নিবেদিত প্রাণ মানুষ হিসেবে সর্বত্র সমাদৃত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার; কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক মোঃ হামিদুর রহমান; এপিএ পুলের সদস্য ড. সাত্তার ম-ল; আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বাদশা ও ড. আওলাদ হোসেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন মরহুম আব্দুল মান্নানের জীবনী আলোকপাত করেন।
×