ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উত্তরে জমা পড়েনি

দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার অফিসে মাত্র দু’টি অভিযোগ

প্রকাশিত: ১০:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২০

দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার অফিসে মাত্র দু’টি অভিযোগ

ফিরোজ মান্না ॥ উত্তেজনা উত্তাপ কোন কিছুই ছিল না ভোট কেন্দ্রে। উৎসাহেরও ঘাটতি চোখে পড়েনি। নীরব শান্ত পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগের কোন পাহাড়ও জমা পড়েনি। দক্ষিণ সিটি কর্পোরেশনে মাত্র দু’টি লিখিত অভিযোগ জমা পড়েছে রিটার্নিং কর্মকর্তার দফতরে। টেলিফোনে দু’একটা অভিযোগ এসেছে। লিখিত ও টেলিফোনের অভিযোগ আমলে নিয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হয়েছে। উত্তরে কোন প্রার্থী লিখিত অভিযোগ করেননি। তবে টেলিফোন ও মৌখিক অভিযোগ কিছু এসেছে। তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, র‌্যাব ও বিজিবি পাঠিয়ে অভিযোগের সমাধান করা হয়েছে। আবার কোথাও কোন অভিযোগের সত্যতা মেলেনি। এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসার আবদুল বাতেন ও উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসার আবুল কাশেম। দক্ষিণের রিটার্নিং অফিসার বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে (ধানের শীষ প্রতীক) লিখিত অভিযোগ করেন তার নির্বাচনী এজেন্ট আব্দুস সালাম। তিনি তার অভিযোগে উল্লেখ করেন নৌকা প্রতীকের কর্মী বাহিনী ১৭, ৬২, ৪০, ৩৮, ১৯, ৫১, ১৬ ও ১৪ ওয়ার্ডে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। বিএনপির পোলিং এজেন্টরা বের হতে চাননি। এরপর তাদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এই অভিযোগের পর আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের ঘটনাস্থলে পাঠাই। তাছাড়া যে সব ওয়ার্ডের কথা উল্লেখ করা হয়েছে সেই সব কেন্দ্রে কর্তব্যরত প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলি। বেশির ভাগ প্রিসাইডিং অফিসার আমাকে জানান, এ ধরনের কোন ঘটনা তার কেন্দ্রে ঘটেনি। বাইরে কি হয়েছে না হয়েছে তা তারা জানাতে পারেননি। তাদের বাইরের খবর রাখারও কোন বিষয় নেই। এদিকে দুপুর একটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন পাতার একটি অভিযোগপত্র জমা দেয়। তারা তাদের লিখিত অভিযোগে উল্লেখ করেছেন ৮০টি কেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। তাদের অভিযোগই মিথ্যা প্রমাণ হয়। এরপরও আমার দায়িত্ব যে কোন অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া। আমি তাই করেছি বলে জানান আবদুল বাতেন। কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের কেন্দ্রে ঢুকতে না দেয়া, কয়েকটি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার ঘটনার খবর বলা হলেও তার কোন সত্যতা মেলেনি। আশারাফাবাদ উচ্চ বিদ্যালয়ে ধানের শীষে পোলিং এজেন্ট পাওয়া গেছে। শেফালী বেগম নামে ওই পোলিং এজেন্ট বলেন, ভোট খুব শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোন ভয়ভীতির বিষয় নেই এখানে। অন্য কয়েকটি কেন্দ্রে গিয়ে ধানের শীষের প্রার্থীদের এজেন্ট পাওয়া যায়নি। তবে ওই সব কেন্দ্রে অন্য প্রার্থীদের এজেন্টরা বলেন, ধানের শীষের এজেন্ট তো ছিল। হয় তো বাইরে গেছেন। অন্যদিকে, উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম সাংবাদিকদের বলেন, উপস্থিতি তুলনামূলক কম হলেও ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।
×