ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নির্বাচনে নিরাপত্তায় খরচ হবে ৩০ কোটি টাকা

প্রকাশিত: ১১:১২, ৩১ জানুয়ারি ২০২০

নির্বাচনে নিরাপত্তায় খরচ হবে ৩০ কোটি টাকা

শংকর কুমার দে ॥ ঢাকা উত্তর ও দক্ষিণ- এই দুই সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী খাতে ব্যয় হবে প্রায় ৩০ কোটি টাকা। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জ্বালানি খাতে খরচ হবে প্রায় ১০ কোটি টাকা। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য। বাহিনীর সদস্যদের যাতায়াত, জ্বালানি, খোরাকিসহ যাবতীয় খাতে এই টাকা খরচ হবে বলে পুলিশ সদর দফতরের দাবি। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পুলিশ হেডকোয়ার্টার্স, গোয়েন্দা সংস্থা, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আনসার, ভিডিপি ও বিজিবি। পুলিশ সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে। একই সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশের জন্য চাওয়া হয়েছে ২৬ কোটি ৪২ লাখ ৬৩ হাজার ৭৩৫ টাকা। এর মধ্যে যাতায়াতের জন্য জ্বালানি খরচ চাওয়া হয়েছে ১০ কোটি ৩৫ লাখ ১ হাজার ৬৫০ টাকা। নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তার জন্য যে অর্থ চাওয়া হয়েছে তাতে ওই টাকার কথা উল্লেখ করা হয়েছে। শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পুলিশ হেডকোয়ার্টার্স, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জন্য এই অর্থ চাওয়া হয়েছে। এ ছাড়াও আনসার, ভিডিপি, বিজিবি ও গোয়েন্দা সংস্থার জন্য আলাদা ব্যয় করা হবে। সব মিলিয়ে নির্বাচনে নিরাপত্তায় প্রায় ৩০ কোটি টাকা খরচ হতে পারে বলে পুলিশ সদর দফতরের দাবি।
×