ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিএএ বিরোধী আন্দোলনে প্রতিবাদের ভাষা এখন চিত্রশিল্প

প্রকাশিত: ০৯:২৬, ৩০ জানুয়ারি ২০২০

সিএএ বিরোধী আন্দোলনে প্রতিবাদের ভাষা এখন চিত্রশিল্প

ভারতের কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকারের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ বিরুদ্ধে গত ছয় সপ্তাহ ধরে রাজপথে প্রতিবাদকারীরা। তারা এখন অভিনব উপায়ে সিএএ’র বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। কিছু নারী প্রতিবাদকারী ভাষা আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে। কয়েকজন নারী প্রতিবাদকারীর চিত্র এখন শিল্পের পর্যায়ে ঠাঁই পেয়েছে। পোস্টার ও সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে তারা এই প্রতিবাদ জানাচ্ছে। রাজধানী দিল্লীর শাহিনবাগে হাজার হাজার নারী দীর্ঘদিন ধরে রাত জেগে প্রতিবাদ জানিয়ে আসছেন। এখানে একটি ছবি সবার দৃষ্টি কেড়েছে। ভারতের তিন রংয়ের পতাকাকে হিজাব বানিয়ে মাথায় মুড়ে ছবিটি আঁকা। ছবির নিচে লেখা, কথা বুলন কারণ আপনার মুখ খোলা। পোস্টারটি এখন ভারতের রেলওয়ে স্টেশনসমূহসহ অন্যান্য জায়গায় ছড়িয়ে পেড়েছে। পাশাপাশি সামাজিক মাধ্যম সমূহে দেশটির পতাকা মোড়া ওই মেয়ের ছবি ঘুরে ফিরে আসছে। শুধু তাই নয় ভারতের অন্যান্য জায়গায় এখন ছবি এঁকে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। চিত্রশিল্পী তানজিলা বলেন, চিত্রকলা মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখতে পারে। তিনিই মূলত ভারতের পতাকা দিয়ে মাথা মোড়ানো ছবিটি এঁকেছেন। এই ছবিটিই এখন সিএএ বিরোধী আন্দোলনের একটি আইকন হয়ে উঠেছে। তানজিলা বলেন, ছবির মাধ্যমে মনের অনেক কথা সহজেই প্রকাশ করা যায়। তিনি বলেন, আমি দীর্ঘদিন এই আন্দোলন থেকে দূরে ছিলাম। তবে শেষ পর্যন্ত আর পারিনি। প্রতিবাদ জানাতে হবে। -আলজাজিরা
×