ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস

আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরাও, টিউবে আনা হচ্ছে রোগীদের

প্রকাশিত: ০৯:৩৬, ২৮ জানুয়ারি ২০২০

আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরাও, টিউবে আনা হচ্ছে রোগীদের

চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত এই ভাইরাসে ৮১ জন প্রাণ হারিয়েছে। এছাড়া আরও দুই হাজার ৭৪৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। চীনের গণমাধ্যমে বলা হয়েছে, এই ভাইরাসে আক্রান্ত তিন শতাধিক মানুষ মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। চীনের হুবেই প্রদেশে ৫০ হাজারের বেশি মেডিকেল স্টাফ এই ভাইরাস প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং চিকিৎসায় অংশ নিয়েছেন। রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক এবং হাসপাতালের কর্মীরাও এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ফলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে এই ভাইরাস থেকে বাঁচতে সুরক্ষিত পোশাক ও মাস্ক পরে সেবা দেয়া হচ্ছে। একই সঙ্গে প্লাস্টিকের টিউবে করে রোগীদের হাসপাতালে আনা নেয়া করা হচ্ছে। এতে অন্যদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা কমে যাবে। চীনে এখন পর্যন্ত ২০ জন চিকিৎসাকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চলতি সপ্তাহেই চীনা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে। হাঁচি-কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে, সুরক্ষিত পোশাক পরা হাসপাতালের দুজন কর্মী একটি এ্যাম্বুলেন্স থেকে একজন রোগীকে নামাচ্ছেন। ওই রোগীকে একটি সিল করা প্লাস্টিকের টিউবে রাখা হয়েছে। এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় কমপক্ষে দুই হাজার শয্যাবিশিষ্ট দুটি নতুন অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। মাস্ক এবং সুরক্ষিত পোশাক উৎপাদনে রীতিমতো হিমশিম খাচ্ছে বিভিন্ন কোম্পানি। জানুয়ারির শুরু থেকে এই ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় তখন থেকেই এই ভাইরাসের কার্যকরী প্রতিষেধক আনার চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানীরা। এই ভাইরাস বিপজ্জনক হয়ে উঠছে কারণ এ বিষয়ে এখনও ভালভাবে জানা সম্ভব হয়নি। বিশেষ করে এই ভাইরাস কতটা বিপজ্জনক এবং এটা একজন থেকে আরেকজনের শরীরে কীভাবে ছড়িয়ে পড়ছে এ বিষয়গুলো এখনও পরিষ্কার নয়। -সিনহুয়া
×