ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশীদের তোড়জোড়

ট্রাম্পকে পরাজিত করাই মুখ্য

প্রকাশিত: ০৯:৩৫, ২৮ জানুয়ারি ২০২০

ট্রাম্পকে পরাজিত করাই মুখ্য

চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রবিবার যুক্তরাষ্ট্রের আইওয়াতে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশীদের লড়াই জমে উঠেছে। চূড়ান্ত মনোনয়ন পেতে কে ট্রাম্পকে পরাজিত করতে পারবে- এই প্রশ্নই এখন মুখ্য হয়ে উঠেছে। এদিনে তারা নিজেদের পক্ষে ট্রাম্পকে পরাজিত করার বিভিন্ন যুক্তি তুলে ধরেন। এপি। সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ক্যাথলিক খ্রীস্টান, ইউনিয়ন সদস্য এবং আফ্রিকান আমেরিকানদের সঙ্গে পৃথক ইভেন্টে উপস্থিত হয়ে নিজের সামর্থ্য জাহির করেন। তিনি কৃষ্ণাঙ্গ ভোটারদের হাসি দিয়ে বলেন, ‘আপনাদের যত গির্জা আছে তার চেয়েও বেশি গির্জাতে আমি গিয়েছি, কারণ, সম্ভবত আমার বয়স বেশি।’ একই সঙ্গে, মনোনয়ন প্রত্যাশী এলিজাবেথ ওয়ারেন ও বার্নি স্যান্ডার্সও পৃথক পৃথক র‌্যালি করেন। ওয়াশিংটনে ফিরে যাওয়ার আগে তারা ভোটারদের কাছে ধর্ণা দেন। সোমবার ট্রাম্পের অভিশংসনের বিচার কাজ পুনরায় শুরুর জন্য তাদের ওয়াশিংটনে থাকতে হবে। তবে ককাস শুরু হওয়ার পূর্বে সিনেটররা কখন রাজ্যে ফিরে আসতে পারবেন তা স্পষ্ট নয়। আইওয়ার পূর্বপ্রান্তের ডেভোনপোর্টে কয়েক শ’ লোকের সামনে এলিজাবেথ বলেন, ‘আমাদের জিততে হবে এবং একইসঙ্গে আমরা কি ঠিক এখানে এটি বলতে পারি না? নারীরা জিতবে। যখন ট্রাম্প নির্বাচিত হয়েছে পৃথিবী পরিবর্তিত হয়েছে।’ সেডার র‌্যাপিডসে এক ভোটার জিজ্ঞাসা করেন, কেন লোকজনের সান্ডার্সের পরিবর্তে এলিজাবেথকে সমর্থন দেয়া উচিত? জবাবে এলিজাবেথ বলেন, ‘আমি জানি কিভাবে লড়াই করতে হয় এবং আমি জানি কিভাবে জিততে হয়।’ সান্ডার্সও সিয়ক্স সিটিতে আক্রমণাত্মক মেজাজে বক্তৃতা দেন। দিনের অধিকাংশ সময় তিনি এখানে কাটান। তিনি ‘একটি বহু প্রজন্ম, বহু বর্ণ ও শ্রমিক শ্রেণীকে’ শক্তিশালী করতে তার সামর্থ্যরে উল্লেখ করেন যেটা তিনি প্রায়ই বলে থাকেন। এদিন তিনি তার পঞ্চম সমাবেশে লোকজনের উদ্দেশে বলেন, ‘যখন আমি এত লোক দেখি আমি একেবারে নিশ্চিত হই যে, এক সপ্তাহ পর থেকে আমরা ইতিহাস গড়ব। আমরা আইওয়া ককাস জিতব।’ তিনটি কারণে ফেব্রুয়ারির চরটি প্রাইমারির প্রথমটি জটিল। প্রথা মাফিক ডেমোক্র্যাট রাজনীতিকদের স্যান্ডার্সের শক্তিমত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তারা ভয় পাচ্ছেন যে, ৭৮ বছরের স্বঘোষিত সোস্যালিস্ট স্যান্ডার্স ট্রাম্পকে হারাতে অনেক বেশি কট্টরপন্থী হতে পারে। এই আশঙ্কা থেকেই ট্রাম্পের টিম স্যান্ডার্সকে উত্ত্যক্ত করেছে। তিনি প্রচারের আগে দিনের বেশির ভাগ সময় কাটিয়েছেন প্রতিনিধি পরিষদ সদস্য আলেজান্দ্রিয়া কোর্তেজের সঙ্গে পরামর্শ করে এবং ট্রাম্পের টিম ‘সমাজতান্ত্রিক অভিযান’ নামে একটি ইমেল পাঠিয়েছে। এতে লেখা হয় ‘কেন সোস্যালিস্ট কোর্তেজ স্যান্ডার্সের জন্য প্রচারে বেশি সময় কাটাচ্ছেন? কারণ স্যান্ডার্স হচ্ছেন কোর্তেজের চরম এজেন্ডা এবং আমেরিকার সোস্যালিস্ট ভিশন বাস্তবায়নের গডফাদার।’
×