ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের রেড এ্যালার্ট জারি

নীলফামারী সীমান্তে সতর্কতা, চলাচলে কড়াকড়ি

প্রকাশিত: ০৯:৩২, ২৭ জানুয়ারি ২০২০

  নীলফামারী সীমান্তে  সতর্কতা,  চলাচলে কড়াকড়ি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ভারতের সঙ্গে সীমান্ত এলাকার তারকাঁটা বেড়া সংলগ্ন অঞ্চলে সাধারণ মানুষের চলাচল না করার জন্য সতর্কতা জারি করেছে নীলফামারীর জেলা প্রশাসন ও ৫৬ বিজিবি। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করা হয়। সূত্রমতে, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কর্মকান্ড প্রতিহত করতে সীমান্ত এলাকায় নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। ওপারে ভারতের সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ টহল জোরদার করা হয়। সীমান্ত এলাকায় ভারত রেড এ্যালার্ট জারি করেছে। ফলে বিভিন্ন সীমান্তে তারকাটা বেড়ার কাছাকাছি কোন মানুষ দেখলে বিএসএফ গুলি বর্ষণ করছে। সম্পতি দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের গুলিতে বেশ কয়েক বাংলাদেশী নাগরিক প্রাণ হারায়। যার ফলে নীলফামারীর জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ প্রশাসন এই পদক্ষেপ করেছে। সুত্রমতে ভারতের প্রজাতন্ত্র দিবস ঘিরে প্রতিবছরই ভারত সরকার সীমান্ত সিল করে থাকে।
×