ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভালুকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সভা

প্রকাশিত: ০৯:০৭, ২৬ জানুয়ারি ২০২০

ভালুকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সভা

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ২৫ জানুয়ারি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উৎসব উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলায় কবি লুৎফর চৌধুরীর উদ্যোগে আলোচনা সভা, সম্মাননা স্মারক, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আলহাজ এম এ ওয়াহেদ । শনিবার দুপুরে ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ৫৯ নম্বর ডাকাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ডেপুটি এ্যাটর্নি জেনারেল শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ, ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জুলহাস উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান কালান্তর গ্রুপের চেয়ারম্যান শরিফ তালুকদার, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, আতিকুজ্জামান লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। শেরপুর নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে বিনামূল্যে কৃষকের স্বাস্থ্য সেবা কার্যক্রম ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তন নিসর্গে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আসাদুজ্জামান বিপ্লব। জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, জয়নাল আবেদীন হাজারী, নমশের আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুরুজ, সাংগঠনিক সম্পাদক নুরে আলম, সদর উপজেলা শাখার সভাপতি আল হেলাল, ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি শাজাহান সাজু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু। বর্ধিত সভা শুরুর প্রাক্কালে প্রধান অতিথি কৃষকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
×