ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত খবর

প্রকাশিত: ০৮:১৪, ২৫ জানুয়ারি ২০২০

 সংক্ষিপ্ত খবর

ট্রাম্প ও মেলানিয়ার বিয়েবার্ষিকী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ১৫তম বিয়ে বার্ষিকী ছিল বুধবার। রোমান্স আর মধুরতায় কাটে ১৫টি বছর। উত্থান-পতন আর রোমান্স তাদের দাম্পত্য জীবনকে টেনে নিয়ে যাচ্ছে অন্য সবার মতোই। ২০০৫ থেকে ২০২০। দুজনে এক সঙ্গে পথ চলার ১৫টি বছর পূর্ণ হলো। প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির বিবাহবার্ষিকী বলে কথা। হোয়াইট হাউস থেকে প্রকাশিত হয়েছে একটি রোমান্টিক ছবি। ছবিটি সবার নজর কেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার বিবাহবার্ষিকী উপলক্ষে বুধবার তাদের এ রোমান্টিক ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, হাতে হাত রেখে ট্রাম্প-মেলানিয়া দুজনে নাচছেন, পেছনে বাদ্যযন্ত্র বাজছে। -ইয়াহু নিউজ ইরানী ব্যবসায়ীদের ভিসা বাতিল যুক্তরাষ্ট্রে ইরানের ব্যবসায়ী ও পুঁজি বিনিয়োগকারীদের আর কোন ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। এমনকি তাদের ভিসা নবায়ন করাও এখন থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘ফেডারেল রেজিস্টার’ একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, ইরানী নাগরিক বা তাদের আত্মীয় স্বজন এখন থেকে যুক্তরাষ্ট্রের কাছে ই-ওয়ান এবং ই-টু ভিসার আবেদন করতে পারবেন না। এমনকি তাদের ভিসা নবায়নের আর কোন আবেদনও গ্রহণ করা হবে না। যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। ২০ জানুয়ারি এক ইরানী ছাত্রের ভিসা বাতিল করে তাকে আটক করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। -রয়টার্স আজাদি স্লোগান দিলেই দেশদ্রোহী বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ভারতে কোন ধরনের আজাদি স্লোগান দিলেই তাদের দেশদ্রোহী হিসেবে গণ্য করা হবে। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু তাই নয়, এবার বিক্ষোভকারীদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও তিনি জানিয়েছেন। বুধবার কানপুরে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে আয়োজিত এক সমাবেশে অংশ নিয়েই তিনি বার্তাটি দেন। কলকাতাভিত্তিক গণমাধ্যম আনন্দবাজার জানায়, সম্প্রতি লখেœৗর বিখ্যাত ক্লক টাওয়ারের নিচে ধর্মভিত্তিক বিতর্কিত আইনটি বাতিলের দাবিতে লক্ষাধিক জনতা বিক্ষোভ করেন। মূলত সেখানেই বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ‘আজাদি’ ‘আজাদি’ বলে স্লোগান দিতে থাকেন। যোগী বলেছেন, এখন থেকে আর কেউ যদি আজাদি স্লোগান দেয় তাহলে বিষয়টিকে দেশদ্রোহীতার মতো অপরাধ বলে গণ্য করা হবে। -এনডিটিভি
×