ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ বলের জয়ে ফাইনালে সালমারা

প্রকাশিত: ১০:৩৮, ২২ জানুয়ারি ২০২০

  শেষ বলের জয়ে ফাইনালে সালমারা

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ায় নারীদের টি২০ বিশ্বকাপ শুরুর আগে ভারতে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে কষ্ট করে জিততে হয়েছে বাংলাদেশ দলকে। শেষ বলে গিয়ে জিততে হয়েছে। ২ উইকেটে জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিতে টুর্নামেন্টের ফাইনালেও উঠে গেছে। শেষ বলে শ্বাসরুদ্ধকর জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার বিহারের পাঠনায় অনুষ্ঠিত এ ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে থাইল্যান্ড নারী ক্রিকেট দল। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান করে থাইল্যান্ড নারী দল। দুর্দান্ত ব্যাট করে থাইদের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন চানতাম। বাংলাদেশের পক্ষে ১ উইকেট নেন জাহানারা। ১২১ রানের টার্গেটে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৪ রান করে জিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুরুতে শামিমা ৩৮ রান করেন। ৯১ রান পর্যন্ত টিকে থাকেন। তখন পর্যন্ত ২ উইকেট যায় বাংলাদেশের। যেই ৯১ রানে শামিমা আউট হন, এরপর ১১২ রানের মধ্যেই ৮ উইকেটের পতন ঘটে যায়। ২১ রানের মধ্যে ৬ উইকেটের পতন ঘটে হারের শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। ফাহিমা খাতুনের দৃঢ়তায় শেষ বলে রোমাঞ্চকর জয় তুলে নেয় বাংলাদেশের নারীরা। ভারতে চার দলের টি২০ টুর্নামেন্টে লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচটিতে ১৯তম ওভারেই একটি রান আউটসহ টানা তিন বলে তিন উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে শেষ ওভারে চার বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ২৮ রানের ঝড়ো ও নাটকীয় এক ইনিংস খেলে দলকে উদ্ধার করেন ফাহিমা। শেষ চার বলে জিততে ৯ রানের দরকার ছিল। ফাহিমার অসাধারণ ব্যাটিংয়ে জয় মিলে যায়। বুধবার বাংলাদেশ ও ভারতের ‘বি’ দল পাটনায় ফাইনালে মুখোমুখি হবে। এর আগে প্রথম ম্যাচে ভারত ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে ভারত ‘বি’ দলের কাছে ১৪ রানে হেরেছিল। টি২০ বিশ্বকাপ এবার অস্ট্রেলিয়ায় ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে। বাংলাদেশ নারী ক্রিকেট দল ‘এ’ গ্রুপে রয়েছে। গ্রুপে স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাও রয়েছে। বাংলাদেশ দল ২৪ ফেব্রুয়ারি পার্থে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচটি খেলতে নামবে। এরপর এক এক করে ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ড, ২ মার্চ মেলবোর্নে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই করবে। দুই গ্রুপে খেলা হবে। দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকায় সেরা দুটি করে মোট চার দল সেমিফাইনালে উঠবে। ৫ মার্চ সিডনিতে সেমিফাইনাল ম্যাচ দুটি হবে। ৮ মার্চ মেলবোর্নে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই সেমিফাইনাল ম্যাচের দুই বিজয়ী দল শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে। বিশ্বকাপের আগে বাংলাদেশ ভারতে প্রস্তুতি ম্যাচ খেলছে। কিন্তু থাইল্যান্ডের বিরুদ্ধে এত কম রানের টার্গেটেও যেভাবে বিপদে পড়েছে, তাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে যে সালমাবাহিনী কঠিন পরীক্ষায় পড়বে, তা নিশ্চিতই ধারণা করা যায়। স্কোর ॥ বাংলাদেশ-থাইল্যান্ড নারী দল ম্যাচ থাইল্যান্ড নারী দল ইনিংস ১২০/৩; ২০ ওভার; চানতাম ৬০, কোংচারোংকাই ২৮, সুথিরুয়াং ২৪*; জাহানারা ১/৩১। বাংলাদেশ নারী দল ইনিংস ১২৪/৮; ২০ ওভার; শামিমা ৩৮, ফাহিমা ২৮*, সানজিদা ২১, নিগার ১৫; পাদুংলার্ড ৩/১৪। ফল ॥ বাংলাদেশ নারী ক্রিকেট দল ২ উইকেটে জয়ী।
×