ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রকিবুলের হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৪, ২২ জানুয়ারি ২০২০

রকিবুলের হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ এবার দক্ষিণ আফ্রিকায় চলমান অনুর্ধ-১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডের যে যুবারা খেলছে তাদের বিরুদ্ধে আগে কখনও খেলেনি বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। তাই তাদের বিপক্ষে নামার আগে বেশ সতর্কই ছিল বাংলাদেশের যুবারা। কিন্তু সেই স্কটিশ যুবাদের মঙ্গলবার ৭ উইকেটে বিধ্বস্ত করে ‘সি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আকবর আলীর দল। পচেফস্ট্রুমের উইটর‌্যান্ড ক্রিকেট ফিল্ডে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের হ্যাটট্রিকে আগে ব্যাট করে স্কটল্যান্ড অনুর্ধ-১৯ দল ৩০.৩ ওভারে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায়। রাকিবুল হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন ২০ রান খরচায়। জবাবে ১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯১ রান তুলে সহজ জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে যুব বিশ্বকাপে পেসার কামরুল ইসলাম রাব্বির (২০১০) পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে হ্যাটট্রিক করেন রাকিবুল। চলতি আসরে এটিই প্রথম এবং যুব বিশ্বকাপ ইতিহাসে মাত্র চতুর্থ হ্যাটট্রিকের ঘটনা। ‘সি’ গ্রুপে টানা দুটি বড় জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। টানা দুই হারে সুপার লীগ কোয়ার্টারে আর উঠতে পারবে না স্কটিশরা। পাকিস্তান ও জিম্বাবুইয়ের মধ্যে একটি দল হবে বাংলাদেশের সঙ্গী। তবে জিম্বাবুইয়েকে সেজন্য পরের দুই ম্যাচেই বড় ব্যবধানে জিতে নেট রানরেট (-৫.৭৮৩) বাড়িয়ে পাকিস্তান (+৫.১) ও বাংলাদেশের (+৪.৯৩৭) পেছনে ফেলতে হবে। অসম্ভব সেই কাজটি করতে পারলেও পাকদের রানরেট বাংলাদেশের চেয়ে কমে যাবে। বাংলাদেশের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে পাকিস্তানকে আগে ব্যাট করলে অনেক বড় ব্যবধানে এবং পরে ব্যাট করলে অনেক কম ওভার খেলে জিততে হবে। তাই এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতই করে ফেলেছে বাংলাদেশ দল। সুপার লীগ কোয়ার্টারে ওঠার ক্ষেত্রে বাংলাদেশের বাধা হতে হুমকি শুধু জিম্বাবুইয়ে ও পাকিস্তান। কিন্তু নিজেদের মধ্যেই এগিয়ে যাওয়ার লড়াইয়ে নেমে পিছিয়ে পড়বে যে কোন একটি দল। মঙ্গলবার পচেফস্ট্রুমে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে স্কটল্যান্ড। শুরু থেকেই তাদের চেপে ধরেন বাংলাদেশের দুই পেসার তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। ২১ রানেই ৪ টপঅর্ডার সাজঘরে ফেরে স্কটিশ যুবাদের। শরীফুল ও তানজিম উভয়ে ২টি করে উইকেট নেন। পঞ্চম উইকেটে উজাইর শাহ ও ড্যানিয়েল কেয়ার্নস প্রতিরোধ গড়েন। ১০ ওভার ১ বল টিকে থেকে এই জুটি মাত্র ৩১ রান যোগ করতে পেরেছে। ১৮তম ওভারে মৃত্যুঞ্জয় চৌধুরী বোল্ড করে দেন ৩৭ বলে ৭ রান করা কেয়ার্নসকে। এরপর আবার ধস নামে স্কটিশ ইনিংসে। পঞ্চম উইকেটের মতো বড় জুটি হয়নি আর একটিও। ২৪তম ওভারে রাকিবুল ম্যাজিক দেখান। ওই ওভারের তৃতীয় বলে কেস সাজ্জাদকে (৭) বোল্ড, চতুর্থ বলে লায়েল রবার্টসনকে (০) এলবিডব্লিউ ও পঞ্চম বলে চার্লি পিটকে (০) বোল্ড করে চলতি আসরের প্রথম হ্যাটট্রিক করেন বাঁহাতি স্পিনার রাকিবুল। এতেই পুরোপুরি ধসে পড়ে স্কটিশরা। ২৮তম ওভারে উজাইরও ৪৮ বলে ৩ চারে ২৮ রান করে শামীম হোসেনের বলে সাজঘরে ফেরেন। ৩১তম ওভারে জেমি কেয়ার্নসকে (২২ বলে ১৭) শিকার করে রাকিবুল স্কটিশদের ইনিংসের সমাপ্তি টানেন। ৩০.৩ ওভারে ৮৯ রানেই গুটিয়ে যায় তারা। রাকিবুল ৫.৩ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন। জবাব দিতে নেমে শুরুতে কিছুটা বিপাকেই পড়ে যায় বাংলাদেশের যুবারা। শন ফিশার কিওফ ঝড় তোলেন। প্রথম বলেই তিনি ওপেনার তানজিদ হাসান তামিমকে (০) সাজঘরে ফেরান। তৃতীয় ওভারের শেষ বলে আবার শামীমকেও (১০) শিকার করেন তিনি। তবে পারভেজ হোসেন ইমন ১৫ বলে ২ চার, ২ ছক্কায় ২৫ রানের একটি ঝড়ো ইনিংস খেলে ফিশারের বলেই সাজঘরে ফেরেন। দলীয় ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদ দেখছিল বাংলাদেশের যুবারা। এরপর আর ঝুঁকি নেননি তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয়। দু’জন চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ৫৬ রানের জুটি গড়ে দলকে বিশাল জয় এনে দিয়েছেন। মাত্র ১৬ ওভার ৪ বলে ৩ উইকেটে ৯১ রান তুলে টানা দ্বিতীয় জয় পায় বাংলাদেশ অনুর্ধ-১৯। মাহমুদুল ৪৮ বলে ৪ চারে ৩৫ ও হৃদয় ২৭ বলে ১ চারে ১৭ রানে অপরাজিত থাকেন। স্কোর ॥ স্কটল্যান্ড অনুর্ধ-১৯ ইনিংস- ৮৯/১০; ৩০.৩ ওভার (উজাইর ২৮, জেমি ১৭, এ্যাঙ্গাস ১১; রাকিবুল ৪/২০, শরীফুল ২/১৩, তানজিম ২/২৬)। বাংলাদেশ অনুর্ধ-১৯ ইনিংস- ৯১/৩; ১৬.৪ ওভার (মাহমুদুল ৩৫*, পারভেজ ২৫, হৃদয় ১৭*; ফিশার ৩/২৭)। ফল ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ রাকিবুল হাসান (বাংলাদেশ অনুর্ধ-১৯)।
×